Advertisement
Advertisement
BJP

‘দুর্নীতি’র অভিযোগে সরব হতেই পঞ্চায়েত সদস্যাকে কিল-ঘুসি! গ্রেপ্তার বিজেপির প্রধান

ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মালদহের মানিকচকে।

A BJP leader of Malda arrested
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 21, 2024 2:11 pm
  • Updated:November 21, 2024 2:11 pm  

বাবুল হক, মালদহ: পঞ্চায়েত সদস্যাকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির প্রধানের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মালদহের মানিকচকে। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ঘটনার জেরে গ্রেপ্তার করা হয়েছে পঞ্চায়েত প্রধানকে।

দীর্ঘদিন ধরে মানিকচকের ভূতনিচরের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান শক্তি মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছিল। খোদ বিজেপির জেলা সভাপতি পার্থসারথি ঘোষের সামনে দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতের সদস্যা প্রতিমা মণ্ডল এবিষয়ে সরব হন। অভিযোগ, তখনই প্রধান শক্তি মণ্ডল ও তাঁর অনুগামী ফেকন মণ্ডল নামে এক ঠিকাদার প্রতিমাদেবীকে কিল, চড়, ঘুষি মারতে শুরু করেন। ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অফিসে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। প্রতিমাদেবীর নাক ফাটিয়ে দেওয়া হয়। ওই মহিলা সদস্যকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

Advertisement

আক্রান্ত পঞ্চায়েত সদস্য প্রতিমা মণ্ডলের ছেলে বঙ্কিম মণ্ডল জানান, বিজেপি পরিচালিত দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তাঁরা সরব হয়েছেন। প্রশাসনিক মহলেও অভিযোগ জানিয়েছেন। সেই কারণেই বিজেপির জেলা নেতৃত্ব তাঁদের মানিকচক বিজেপি কার্যালয়ে আলোচনায় ডেকেছিলেন। চেয়েছিলেন বিষয়টি মিটিয়ে ফেলতে। সেখানেই অশান্তি। এবিষয়ে বিজেপি জেলা সভাপতি পার্থসারথি ঘোষ বলেন, “মীমাংসার জন্য বসা হয়েছিল। মারপিটের মতো কোনও ঘটনা ঘটেনি। যে সামান্য ঘটনা ঘটেছে তা দলীয়ভাবেই মিটিয়ে ফেলা হবে।” এই ঘটনায় আক্রান্ত মহিলার তরফে থানায় অভিযোগ দায়ের হয়। তাঁর ভিত্তিতেই শক্তি মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement