Advertisement
Advertisement
BJP

দলের প্রার্থীকে মনোনয়নে সহযোগিতার শাস্তি? আউশগ্রামে বিজেপি নেতার ‘হাত ভাঙল’ TMC!

গ্রেপ্তার ২ অভিযুক্ত।

A bjp leader beaten up by TMC in Purba Bardhaman, 2 accused arrested | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 11, 2023 8:49 pm
  • Updated:June 11, 2023 8:49 pm  

ধীমান রায়, কাটোয়া: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হতেই পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত হতে শুরু করেছে। রবিবার বিকেলে আউশগ্রামের বিজেপির এক নেতা চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ। তাঁর হাত ভেঙে গিয়েছে। অভিযোগের তির শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে। এনিয়ে আউশগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি ইমদাদুল শেখ-সহ কয়েকজনের বিরুদ্ধে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন চন্দ্রনাথবাবু। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

আউশগ্রামের বাসিন্দা চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিজেপির আউশগ্রাম বিধানসভার আহ্বায়কের পদে রয়েছেন। তিনি জানান, রবিবার বিকেলে তিনি বংশধর গোপ নামে এক দলীয় কর্মীর সঙ্গে আউশগ্রাম বাসস্ট্যান্ডে গিয়েছিলেন। তখন তাঁদের রাস্তায় আটকে ব্যাপক মারধর করা হয়। চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ইমদাদুল শেখের নেতৃত্বে ৭ – ৮ জন লাঠিসোঁটা নিয়ে তাঁর উপর চড়াও হয়ে ব্যপক মারধর করে। চন্দ্রনাথবাবুকে বাঁচাতে গেলে বংশধর গোপকেও মারধর করা হয়। এরপর স্থানীয় কয়েকজন গ্রামবাসী এসে তাদের বাঁচান। ঘটনাস্থল থেকে ঢিলছোঁড়া দূরত্বে আউশগ্রাম থানা। পুলিশ খবর পেয়ে যায় ঘটনাস্থলে।

Advertisement

[আরও পড়ুন: মনোনয়নে শান্তির বার্তা, বিরোধীদের ভরসা জোগাতে মাইক হাতে প্রচারে TMC বিধায়ক]

এরপর চন্দ্রনাথবাবু থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএসপি (শৃঙ্খলা ও প্রশিক্ষণ) বীরেন্দ্র কুমার পাঠক জানান, দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম ভুলু বাগদি ও নজরুল খান। উল্লেখ্য, শনিবার আউশগ্রাম ১ ব্লক অফিসে বিজেপির দু’জন প্রার্থী গ্রামপঞ্চায়েতের আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন। চন্দ্রনাথবাবুর অভিযোগ দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়াতে সহযোগিতা করার জন্যই তাঁর উপর হামলা। আউশগ্রাম ১ ব্লক তৃণমূল সভাপতি অরূপ সরকারের মতামত জানতে একাধিকবার ফোন করা হয়। কিন্তু কল রিসিভ না করায় মতামত জানা সম্ভব হয়নি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement