Advertisement
Advertisement
BJP leader

ভোটের আগে বেআইনি অস্ত্র-সহ ধৃত বিজেপি নেতা, অবরোধ-পালটা পুলিশের লাঠিচার্জে রণক্ষেত্র খড়দহ

খড়দহ থানায় ঢুকে হামলা চালায় বিজেপি কর্মী-সমর্থকেরা।

A BJP leader arrested in North 24 Pargana's Khardah ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 23, 2020 10:26 pm
  • Updated:December 23, 2020 10:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) আগে বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার বিজেপির মণ্ডল যুব সম্পাদক। তারই প্রতিবাদে দফায় দফায় বিটি রোড অবরোধ করেন দলীয় নেতাকর্মীরা। থানায় ঢুকে বিক্ষোভ। পালটা লাঠিচার্জ করে পুলিশ। সব মিলিয়ে বুধবার সন্ধেয় কার্যত রণক্ষেত্রের চেহারা নিল উত্তর ২৪ পরগনার খড়দহ।

 জানা গিয়েছে, বুধবার সন্ধেয় বিজেপির (BJP) মণ্ডল যুব সম্পাদক বুলেট রায়কে গ্রেপ্তার করে পুলিশ। তার প্রতিবাদে প্রথম দফায় বিটি রোড অবরোধ করে পুলিশ। কিছুটা আশ্বস্ত করে বিজেপি কর্মীদের কিছুক্ষণের জন্য হঠিয়ে দেন উর্দিধারীরা। কিছুক্ষণের মধ্যে ফের বিটি রোড অবরোধ করা হয়। পুলিশ আবারও অবরোধ তুলতে যায়। সেই সময় বিজেপি কর্মী-সমর্থকদের পুলিশের উপর হামলা চালায় বলেই অভিযোগ। এমনকী খড়দহ থানায় ঢুকে হামলা চালায় গেরুয়া শিবিরের নেতাকর্মীরা। পরিস্থিতি প্রায় হাতের নাগালের বাইরে চলে যায়। বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ। তাতে বেশ কয়েকজন কর্মী-সমর্থক জখম হন বলে দাবি বিজেপির। তারা প্রত্যেকেই বারাকপুরের বিএন বোস হাসপাতালে ভরতি। পুলিশেরও দাবি, বিজেপি কর্মীদের হামলায় বেশ কয়েকজন জখম হয়েছেন। পুলিশ সূত্রে খবর, খড়দহ থানায় হামলার ঘটনায় এখনও পর্যন্ত ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় কৌশলি পোস্ট জিতেন্দ্র তিওয়ারির, রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা]

এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক মহলে শাসক-বিরোধীদের মধ্যে চলছে অভিযোগ-পালটা অভিযোগ। বিজেপি নেতা সায়ন্তন বসুর (Sayantan Basu) অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে কার্যত বেকায়দায় ফেলতেই বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার মিথ্যে অভিযোগে বুলেট রায়কে গ্রেপ্তার করা হয়েছে। যদিও তৃণমূল নেতা নির্মল ঘোষ সেই দাবি খারিজ করে দিয়েছেন। তাঁর দাবি, বিজেপি কর্মী-সমর্থকরা পুলিশের উপর ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে। ইচ্ছা করে বিজেপি ভোটের আগে রাজ্যে অশান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলেই দাবি কুণাল ঘোষের (Kunal Ghosh)। 

[আরও পড়ুন: নমুনা পরীক্ষা বাড়লেও বাংলায় সামান্য কমল দৈনিক সংক্রমণ, ঊর্ধ্বমুখী সুস্থতার হার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement