নন্দন দত্ত, সিউড়ি: বিয়ের ৭ মাসের মাথায় তরুণীর রহস্যমৃত্যু। বাপের বাড়ি থেকে ফেরার পথে ছিনতাইকারীরা তাঁকে খুন করে বলে অভিযোগ স্বামীর। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বীরভূমের মহম্মদবাজারে। মৃতার স্বামীর ভূমিকায় উঠছে প্রশ্ন।
জানা গিয়েছে, মৃতার নাম সুচিত্রা বাগদি। সাত মাস আগে বীরভূমেরই হিংলোর বাসিন্দা সন্দীপ দাসের সঙ্গে বিয়ে হয় তাঁর। মঙ্গলবার রাতে শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন সন্দীপ। গভীর রাতে রাইপুর ক্যানালের পাশে কাদার মধ্যে কিছু একটা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেখে এক মহিলার রক্তাক্ত দেহ। পাশে হাত, পা বাধা অবস্থায় এক যুবক। পাশে পড়ে একটা দামি বাইক। সঙ্গে সঙ্গে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপকে।
পুলিশ সূত্রে খবর, সন্দীপ জানিয়েছেন, ফেরার পথে কয়েকজন ছিনতাইকারী তাঁদের পথ আটকায়। তারাই খুন করেছে তাঁর স্ত্রী সুচিত্রাকে। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি সন্দীপকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হলেও সন্দীপের ভূমিকায় ধন্দে পুলিশ। শীঘ্রই রহস্যভেদ হবে বলে আশাবাদী তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.