দীপঙ্কর মণ্ডল: রাজ্যে ফের মিলল এক করোনা আক্রান্তের হদিশ। এবার এক ব্যাংক কর্মীর দেহে মিলল ভাইরাস সংক্রমণের প্রমাণ। তাঁকে পাঁশকুড়ার এক হাসপাতালে ভরতি করা হয়েছে। ওই ব্যাংক কর্মীর সংস্পর্শে আসা প্রত্যেককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে নন্দীগ্রামের সমবায় ব্যাংকের ওই কর্মীর শরীরে ভাইরাস সংক্রমণের হদিশ মেলে। তাঁকে শুক্রবারই পাঁশকুড়ার করোনা হাসপাতালে ভরতি করা হয়। তারপরই নড়েচড়ে বসে ব্যাংক কর্তৃপক্ষ। তাঁর সহকর্মী এবং পরিজনদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। করোনা সংক্রমণের খবর সামনে আসার পরই আপাতত ৩ মে পর্যন্ত স্থানীয় সমস্ত ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনা সংক্রমণ রুখতে নজরদারিও বৃদ্ধি করেছে প্রশাসন। খেঁজুরি-নন্দীগ্রামের সীমান্তবর্তী তালপাটি, জাহানাবাদ, বাহারগঞ্জ, ভাঙাবেড়া, তেঁতুলতলা-সহ একাধিক এলাকায় অতিরিক্ত পুলিশবাহিনী টহল দিচ্ছে। জারি রয়েছে নাকা তল্লাশি। এলাকার বাজারেও যাতে একসঙ্গে বেশি মানুষের ভিড় জমাচ্ছেন কি না, সেদিকে নজর রেখেছে পুলিশবাহিনী। আপাতত শুকনো খাদ্যসামগ্রী বিলির ক্ষেত্রে বেশি জমায়েত না করার পরামর্শ দিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.