Advertisement
Advertisement
Bangladeshi terrorist allegedly arrested from Dunlop

বাংলাদেশ থেকে পালিয়ে এসে নিউ মার্কেটে মাছ বিক্রি, ডানলপ থেকে গ্রেপ্তার জঙ্গি

বাংলাদেশে তাকে গ্রেপ্তারির চেষ্টা করে র‌্যাব।

A Bangladeshi terrorist allegedly arrested from Dunlop । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:February 7, 2022 3:47 pm
  • Updated:February 7, 2022 5:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে থেকে এদেশে এসে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা। কুখ্যাত জঙ্গি নূর নবি ম্যাক্সনকে গ্রেপ্তার করল সিআইডি (CID)। ডানলপ থেকে গ্রেপ্তার করা হয় তাকে। শুধুমাত্র গ্রেপ্তারি এড়ানোই লক্ষ্য নাকি অন্য কোনও অভিসন্ধি নিয়ে ম্যাক্সন ভারতে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। 

সিআইডি সূত্রে খবর, খুন, ছিনতাই-সহ ম্যাক্সনের বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। তার মধ্যে ১১টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। জঙ্গি দলে যোগ দেয় সে। বাংলাদেশে তাকে গ্রেপ্তারির চেষ্টা করে র‌্যাব। সেই সময় দেশ ছাড়ে ম্যাক্সন।

Advertisement

[আরও পড়ুন: জাপানি ওয়েব সিরিজ দেখে বহুতলের ছাদ থেকে মরণঝাঁপ কলকাতার ছাত্রের]

বাংলাদেশ থেকে ভারতে চলে আসে সে। নাম বদলায়। নিজেকে তমাল চৌধুরী নামে পরিচয় দেয়। তৈরি করে ভুয়ো পাসপোর্ট। ২০২১ সালের ১৫ জুলাই থেকে ২০৩১ সালের ১৪ জুলাই পর্যন্ত মেয়াদ রয়েছে ওই পাসপোর্টটির। দেশজুড়ে লকডাউনের সময় নিউ মার্কেটে থাকত ম্যাক্সন। সেখানে মাছ বিক্রি করে অর্থ উপার্জন করত। এরপর এক মহিলার সঙ্গে আলাপ হয় তার। নিউ মার্কেট থেকে মধ্যমগ্রামে চলে যায়। বর্তমানে প্রতি মাসে ৭ হাজার টাকার বিনিময়ে ডানলপে ঘর ভাড়া নেয়। সেখানেই বসবাস করছিল ম্যাক্সন।

সিআইডি গোপন সূত্রে খবর পায়, বাংলাদেশি জঙ্গি ম্যাক্সন ডানলপে গা ঢাকা দিয়েছে। সেই অনুযায়ী তার খোঁজে তল্লাশি শুরু হয়। এরপর সিআইডি আধিকারিকরা ডানলপে হানা দিয়ে ম্যাক্সনকে গ্রেপ্তার করে। এ দেশে পালিয়ে আসার নেপথ্যে শুধু গ্রেপ্তারি এড়ানোই লক্ষ্য নাকি বর্তমানে জঙ্গি সংগঠনের হয়ে কোনও কাজ করছে সে, তা খতিয়ে দেখা হচ্ছে। ম্যাক্সনকে জেরা করে সমস্ত তথ্য পাওয়া যাবে বলেই আশা তদন্তকারীদের।

[আরও পড়ুন: জীবনের প্রথম আয় মোটে ২৫ টাকা, কত টাকার সম্পত্তি রেখে গেলেন লতা মঙ্গেশকর?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement