Advertisement
Advertisement
শিশুর শরীরে ঢুকল সূচ

টিকা নিতে গিয়ে শিশুর শরীরে ঢুকে গেল ভাঙা সূচ, চূড়ান্ত ‘গাফিলতি’ রাজ্যের স্বাস্থ্যকর্মীর

অস্ত্রোপচারের পরই ওই সূচ বের করা সম্ভব হয়।

A baby injured by needle broken in the time of pushing injection in Hooghly

ফাইল ফটো

Published by: Sayani Sen
  • Posted:June 11, 2020 10:19 pm
  • Updated:June 12, 2020 8:13 am  

দিব্যেন্দু মজুমদার, হুগলি: বৈদ্যবাটি পুরসভার স্বাস্থ্য দপ্তরের কর্মীরা দেড় বছরের এক শিশুকে টিকা দিতে গিয়ে ভেঙে ফেললেন সূচ।  ভাঙা সূচের অংশ শিশুটির শরীরেই থেকে যায়। পরে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে গিয়ে অস্ত্রোপচার করে শিশুটির শরীর থেকে সূচ বের করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর থেকেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শিশুটির দাদু সুকান্ত সাহা বৈদ্যবাটি পুরসভার পুর প্রশাসক অরিন্দম গুঁইয়ের কাছে একটি লিখিত অভিযোগও করেছেন।

বৈদ্যবাটি নতুনপাড়ার দেড় বছরের মেয়ে চন্দ্রিকা সাহাকে নিয়ে মা কানন দেবী পুরসভার মাতৃসদনে ডিটিপি টিকা দিতে নিতে যান। কর্তব্যরত এক সিস্টার শিশুটির হাতে ঠিকঠাক ইঞ্জেকশান দেন। কিন্তু বিপত্তি ঘটে শিশুটির থাইতে ইঞ্জেকশন দেওয়ার সময়। ইঞ্জেকশনের সূচ ভেঙে শরীরে ঢুকে যায়। যন্ত্রণায় ছটফট করতে থাকে শিশুটি। কান্নাকাটি করতে থাকে খুদে। এরপর স্বাস্থ্যকর্মীরা চেষ্টা করেও সূচ বের করতে পারেনি। তাকে ওয়ালশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা অস্ত্রোপচার করে সূচ বের করেন।

Advertisement

[আরও পড়ুন: গ্রামবাসীদের আগে আমফানের ক্ষতিপূরণের টাকা পেলেন কর্মাধ্যক্ষ, প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের]

শিশুটির পায়ে সাতটি সেলাই হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, মাতৃসদনের স্বাস্থ্যকর্মীরা তাঁদের সঙ্গে কোনওরকম সহযোগিতা করেননি। বিষয়টি নিয়ে তাঁরা পুর প্রশাসককে লিখিত অভিযোগ জানিয়েছেন। বৈদ্যবাটির পুর প্রশাসক অরিন্দম গুঁই জানিয়েছেন এটা নিছক দুর্ঘটনা। তিনি ওই শিশুটির চিকিৎসার ব্যাপারে সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সরকারি হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে বারবার গাফিলতির অভিযোগ সামনে এচূসেছে। এই ঘটনার পর বৈদ্যবাটি পুরসভার স্বাস্থ্যকর্মীদের অভিযোগের তালিকায় নাম জুড়ল।   

[আরও পড়ুন: এসি বিকল হওয়ায় বোলপুর মহকুমা হাসপাতালের মর্গে পচছে দেহ, দুর্গন্ধে টেকা দায় রোগীদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement