ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের চোখ রাঙাচ্ছে করোনা (Corona Virus) সংক্রমণ। রাজ্যে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। মৃত্যু হয়েছে ১৭ জনের। তবে আশার আলো জাগিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়ে উঠেছেন ১,৩৩৬ জন।
শনিবার সন্ধেয় স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী, একদিনে রাজ্য (West Bengal) করোনা আক্রান্ত হয়েছেন ৯৯৭ জন। উদ্বেগ বাড়াচ্ছে উত্তর দার্জিলিং দক্ষিণের কলকাতা ও উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টা সর্বাধিক সংক্রমণের সাক্ষি থেকেছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিকে করোনা আক্রান্ত হয়েছেন ৯৬ জন। কলকাতায় সংক্রমিতের (COVID-19 Positive) সংখ্যা ৮৬। চিন্তা বাড়িয়েছে একদিনে দার্জিলিংয়ে ৭৭ জন আক্রান্তের হদিশ মেলার খবর। উল্লেখ্য, কেন্দ্র পাহাড়ঞ্চলে সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন। সংক্রমণে রাশ টানতে বিশেষ নির্দেশিকা জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তবে রাজ্যের পজিটিভিটি রেট আরও কমে দাঁড়িয়েছে ১.৯০ শতাংশ। সবচেয়ে কম সংক্রমণের খবর মিলেছে পুরুলিয়া থেকে (৪)।
এদিনের রিপোর্ট অনুযায়ী রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১১ হাজার ২০৫ জন। তবে তাঁদের মধ্যে ১৪ লক্ষ ৭৭ হাজার ৯৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। গত ২৪ গণ্টায় রাজ্যে কোভিডজয়ী হয়েছেন ১ হাজার ৩৩৬ জন। ফলে রাজ্যে সুস্থতার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৮০ শতাংশ। হাসপাতালে চিকিৎসাধীন কোভিড রোগীর সংখ্যা কমে হল ১৫ হাজার ৩০৪ জন।
এদিকে একদিনে রাজ্যে ১৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৫ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। ৩ জন কলকাতা, ২ জন হুগলি, ২ জন জলপাইগুরি ও একজন দার্জিলিংয়ের বাসিন্দা। স্বাস্থ্যদপ্তরের তথ্য অনুযায়ী, করোনায় মৃত্যু বেড়ে হল ১৭ হাজার ৯০৩ জনের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.