Advertisement
Advertisement
Covid positive

বাংলায় রক্তচক্ষু দেখাচ্ছে করোনা, ফের বাড়ল দৈনিক আক্রান্ত এবং মৃতের সংখ্যা

রাজ্যে সামান্য বাড়ল সুস্থতার হার।

926 people tested covid positive in last 24 hours in Bengal ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:January 8, 2021 8:43 pm
  • Updated:January 8, 2021 9:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন প্রজাতির করোনা (Coronavirus) নিয়ে আপাতত চিন্তিত বিশেষজ্ঞরা। তারই মাঝে বাংলায় রক্তচক্ষু দেখাচ্ছে মারণ ভাইরাস। ক্রমশই বাড়ছে করোনায় দৈনিক আক্রান্ত এবং মৃতের সংখ্যা। তবে আশার আলো জাগিয়ে রাজ্যে সামান্য বাড়ল সুস্থতার হার।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯২৬ জন। জেলাওয়াড়ি হিসাবে কলকাতাকে টেক্কা দিয়েছে উত্তর ২৪ পরগনা। দক্ষিণবঙ্গের এই জেলায় একদিনে ২৫৪ জন করোনা সংক্রমিত হয়েছেন। কলকাতায় সে তুলনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কম। সেখানে আক্রান্ত হয়েছেন ২৩৮ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫৯ হাজার ৯৯ জন। করোনায় প্রাণহানিও একদিনে বেড়েছে কিছুটা। গত ২৪ ঘণ্টায় একুশ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে মোট করোনার বলি ৯ হাজার ৯০২ জন।

Advertisement

রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তার ফলে রাজ্যে করোনায় সুস্থ হয়েছেন ৫ লক্ষ ৪০ হাজার ৯৫২ জন। করোনা মোকাবিলায় আপাতত নমুনা পরীক্ষাই অস্ত্র। গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ১৩৫ জন নমুনা পরীক্ষা হয়েছে। তার ফলে ৭৩ লক্ষ ৩৬ হাজার ২১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে ৭.৫৮ শতাংশ রিপোর্ট পজিটিভ এসেছে।   

[আরও পড়ুন: বঙ্গ সফরে কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন নাড্ডা, কী থাকছে মেনুতে?]

দেশব্যাপী করোনা ভ্যাকসিনের ড্রাই রান চলছে। এনআরএস হাসাপাতালের কমিউনিটি মেডিসিন, সিউড়ি ১ নম্বর ব্লকের স্বাস্থ্যকেন্দ্রেও ড্রাই রান হয়। বারাসতের জেলা সদর হাসপাতাল, বারাকপুরের ১ নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, উত্তর বারাসত, কোচবিহারের ৪ নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ, বহরমপুর পুরসভা, হরিহরপাড়ার চোঁয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জেলা হাসপাতাল, রায়গঞ্জ ব্লকের মহারাজা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও ইসলামপুর মহকুমা হাসপাতালে করোনার টিকাকরণ প্রক্রিয়ার মহড়া চলছে। বীরভূম, হুগলি, শিলিগুড়ি, মালদহে চলছে ড্রাই রান।

[আরও পড়ুন: EXCLUSIVE: লোকসভার ব্যর্থতা অতীত, অভ্যন্তরীণ সমীক্ষায় নদিয়ায় ঘুরে দাঁড়ানোর আশা তৃণমূলের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement