ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শুরুতে সামান্য স্বস্তি দিয়েছিল রাজ্যের করোনা গ্রাফ (Coronavirus)। গত ৪৮ ঘণ্টায় উধাও হয়েছে সেই স্বস্তি। গত ২৪ ঘণ্টায় ফের এক হাজারের আশপাশে ঘোরাফেরা করছে দৈনিক করোনা সংক্রমণ। মৃত্যু হয়েছে ৪ জনের।
বুধবার সন্ধের স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৯১১ জন। যা মঙ্গলবারের তুলনায় কিছুটা বেশি। সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা (২০৩)। শতাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে দুই জেলায়-উত্তর ২৪ পরগনা (১৬৭) এবং বীরভূম (১০৭)। তবে কালিম্পঙ এবং ঝাড়গ্রামের সংক্রমণের গ্রাফ স্বস্তিদায়ক। রাজ্যের মোট করোনা সংক্রমিতের সংখ্য়া ২০ লক্ষ ৯৬ হাজার ১২১ জন। সংক্রমণের হার ৬.৮৫ শতাংশ।
এখনও মারণ ভাইরাস কাড়ছে প্রাণ। গত ২৪ ঘণ্টাতেই যেমন মৃত্যু হয়েছে চারজনের। যার মধ্যে উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন দু’জনের। এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ৩৮০ জন। মৃত্যু হার ১.০২ শতাংশ।
বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৪১ জন। এখনও পর্যন্ত বাংলার ২০ লক্ষ ৬৩ হাজার ৬২১ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৪৫ শতাংশ। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ১০ হাজার ৮০৩ জন। আর হাসপাতালে ভরতি ৩১৭ জন করোনা আক্রান্ত। এদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগী কমে হয়েছে ১১ হাজার ১২০। যা মঙ্গলবারের তুলনায় কমেছে কিছুটা।
কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ১৩ হাজার ৩০৭টি নমুনা পরীক্ষা হয়েছে। সোমবারের পরিসংখ্যানে টেস্টিং কম হওয়ায় সংক্রমণও কমেছিল। মঙ্গলবারের তুলনায় বুধবার বেড়েছে করোনা পরীক্ষাও। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২ লক্ষ ৫২ হাজার৫৯৪ জন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.