রঞ্জন মহাপাত্র, কাঁথি: ফের দিঘায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ল বিশাল আকৃতির চিলশংকর মাছ। যার ওজন প্রায় ৯০০ কেজি। বিশাল আকৃতির এই মাছটিকে কোনওক্রমে সমুদ্র থেকে তুলে মোহনার মাছের বাজারে নিয়ে যাওয়া হলে সেটিকে দেখতে ভিড় জমান স্থানীয়রা।
জানা গিয়েছে, সোমবার ভোরে কাঁথিতে আল আমিন ৩ নামের একটি ট্রলারের মৎস্যজীবীদের জালে ধরা পড়ে বিশাল আকৃতির এই মাছটি। ৯০০ কেজির এই মাছটিকে জল থেকে তুলতে হিমশিম খেতে হয় মৎস্যজীবীদের। কোনওক্রমে ট্রলারে তুলে মাছটিকে নিয়ে আসা হয় দিঘা মোহনা মাছের বাজারে।
সেখানে রবীন্দ্রনাথ শ্যামল নামে এক ব্যবসায়ী ৩০ হাজার টাকায় মাছটি কিনে নেন। মৎস্যজীবীদের কথায়, ভারতের পাশাপাশি বিদেশের বাজারেও প্রচুর চাহিদা রয়েছে এই মাছের। পাশাপাশি এতবড় শংকর মাছ কোনওদিনই দিঘা মোহনা বাজারে মেলেনি বলেও জানান ব্যবসায়ীরা।
এদিন সকালে মাছের খবর পেয়ে বাজের ভিড় করেন স্থানীয়রা। মাছটি সামনে পেয়েই ক্যামেরাবন্দি করতে শুরু করেন বেশিরভাগ। কেউ আবার সেলফি তোলেন। সবমিলিয়ে বিশালাকার এই মাছ দেখতে স্থানীয়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.