Advertisement
Advertisement

বনগাঁ লোকালে সিটের নিচ থেকে একটানা ‘হিস হিস’ শব্দ! ব্যাগ খুলতেই চক্ষু ছানাবড়া

ব‌্যাগ দুটিকে তড়িঘড়ি নামিয়ে নেওয়া হয়।

9 lizards found in Bongaon Ranaghat local train
Published by: Paramita Paul
  • Posted:July 27, 2024 7:06 pm
  • Updated:July 27, 2024 7:12 pm

সুব্রত বিশ্বাস: সিটের নিচে রাখা দুটি নাইলনের ব‌্যাগ থেকে ক্রমাগত হিস হিস শব্দ! সেই শব্দ আর ব্য়াগের নড়াচড়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন বনগাঁ-রানাঘাট লোকালের যাত্রীরা। তড়িঘড়ি জিআরপি ছুটে এসে ব্যাগ দুটি উদ্ধার করে। সেই ব্যাগ খুলতেই চক্ষু ছানাবড়া!

শুক্রবার রাতে পৌনে আটটা নাগাদ রানাঘাট লোকাল বনগাঁ ছাড়ার আগেই এই পরিস্থিতির মুখে পড়েন যাত্রীরা। হইচই শুরু করে দেন। খবর পেয়েই ছুটে আসে জিআরপি। ব‌্যাগ দুটিকে তড়িঘড়ি নামিয়ে নেওয়া হয়। ব্যাগ খুলতেই হুড়মুড়িয়ে বেরিয়ে আসে নটি গোসাপ। সেই সরীসৃপগুলিকে উদ্ধার করে বনদপ্তরকে খবর দেয় জিআরপি। থানার ওসি নয়ন মৈত্র জানান, কোনও দাবিদার না থাকায় গ্রেপ্তার করা যায়নি কাউকে।

Advertisement

[আরও পড়ুন: শুধু বিরোধীরা নন, নীতি আয়োগের বৈঠকে গরহাজির নীতীশ কুমারও, কারণ ঘিরে ধোঁয়াশা]

গোসাপগুলি পারমাদন এসএফ রেঞ্জের কর্মীদের হেফাজতে দেওয়া হয়েছে। বনকর্মীদের অনুমান, বনগাঁ বা আশপাশ থেকে সেগুলিকে ধরে রানাঘাট হয়ে উত্তরবঙ্গের ট্রেনে পাচারের পরিকল্পনা করেছিল পাচারকারীরা। গোসাপের চামড়ার চাহিদা থাকায় এই গোসাপ এখন প্রায় বিলুপ্তির পথে।

[আরও পড়ুন: ডোডায় হামলাকারী ৩ জঙ্গির স্কেচ প্রকাশ্যে, খোঁজ দিলেই মিলবে ৫ লক্ষ টাকা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement