Advertisement
Advertisement

Breaking News

corona patients

রাজ্যে করোনা আক্রান্ত ৮ লক্ষ পার, দৈনিক সংক্রমণে কলকাতাকে টপকে গেল উঃ ২৪ পরগনা

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনার বলি ৮৯ জন।

89 corona patients died in last 24 hours in West Bengal | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 29, 2021 8:17 pm
  • Updated:April 29, 2021 8:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমেই রাজ্যে কামড় তীক্ষ্ণ হচ্ছে নোভেল করোনা ভাইরাসের। এখনও বিভিন্ন জায়গায় অক্সিজেন, ওষুধ থেকে ভ্যাকসিনের অভাব লক্ষ্য করা যাচ্ছে। আর তার মধ্যে গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও ঊর্ধ্বমুখী বাংলার করোনা সংক্রমণ। ফের অতীত রেকর্ড ভাঙল দৈনিক মৃতের সংখ্যাও। একইভাবে চিন্তা বাড়াচ্ছে ক্রমবর্ধমান অ্যাকটিভ কেস।

এদিন স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার (Corona Virus) কবলে পড়েছেন ১৭,৪০৩ জন। যা বাংলায় এই প্রথম। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত ৩,৯০১ জন। সংক্রমণের নিরিখে এদিন তিলোত্তমাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ৩,৯১২ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৯৯০। হাওড়া ও হুগলিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত যথাক্রমে ৯২৭ ও ৯৩০ জন। উল্লেখযোগ্যভাবে দৈনিক সংক্রমণ বাড়ল নদিয়া, বীরভূমে ও পশ্চিম বর্ধমানে। একদিনে এই তিন জেলায় আক্রান্ত যথাক্রমে ৭৪৯, ৭৪৬ ও ৮৯৩ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৮ লক্ষ ১০ হাজার ৯৫৫ জন। একইসঙ্গে এই ভাইরাস এখনও কেড়ে চলেছে মানুষের প্রাণও। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনার বলি ৮৯ জন। গতকালে যে সংখ্যাটা ছিল ৭৭। ফলে এখনও পর্যন্ত রাজ্যে ১১ হাজার ২৪৮ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ (COVID-19)।

Advertisement

[আরও পড়ুন: EXIT POLLS: পরিবর্তন নয়, বাংলা নিজের মেয়েকেই চায়! বলছে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা]

এদিকে, উদ্বেগ বাড়িয়ে এক লক্ষের গণ্ডি ছাড়াল রাজ্যের অ্যাকটিভ কেসও। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ১ লক্ষ ১০ হাজার ২৪১। তবে করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছেন কোভিড জয়ীরাই। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ১২,৮৮৫ জন। এ নিয়ে মোট ৬ লক্ষ ৮৯ হাজার ৪৬৬ জন করোনাজয়ী। তবে সুস্থতার হার রোজই কমছে। বর্তমানে ৮৫.০২ শতাংশ মানুষ মারণ ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন। দেশজুড়ে টিকাকরণের পাশাপাশি চলছে টেস্টিংও। ব্যতিক্রম নয় বাংলাও। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫৩ হাজার ৭২৪ জনের।

[আরও পড়ুন: সাঙ্গ হল ভোটের পালা, বঙ্গবাসী কি এমন নির্বাচন আর দেখতে চাইবে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement