Advertisement
Advertisement
Coronavirus

Coronavirus: গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত ২৪৪, বাড়ছে পজিটিভিটি রেটও

উদ্বেগ বাড়িয়েছে উত্তর ২৪ পরগনার সংক্রমণও।

867 new Corona Virus cases recorded in Bengal | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 20, 2021 5:57 pm
  • Updated:October 20, 2021 5:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের চোখ রাঙাচ্ছে করোনা। উৎসবের মরশুম মিটতেই হুড়মুড়িয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। লাফিয়ে বাড়ছে পজিটিভিটি রেটও। সবমিলিয়ে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে চিন্তা বাড়ছে প্রশাসনের। উদ্বেগ বাড়িয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণ।

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৬৭ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৭২৬। একদিনে রাজ্যে করোনার বলি ৯ জন। সুস্থ হয়েছেন ৭৯৫ জন। ফলে রাজ্যের সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৩৩ শতাংশ।

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ২৪৪ জন কলকাতার (Kolkata)।  অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। উল্লেখযোগ্যভাবে আগের দিনের তুলনায় এক ধাক্কায় অনেকটা বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১২৯ জন। 

দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে হুগলি। একদিনে সেখানকার ৯৬ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৭১ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট বেড়ে দাঁড়াল ২.৪৩  শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৮২, ৮১৩।

মঙ্গলবারের মতোই বুধবারও রাজ্যে করোনার বলি হয়েছেন ৯ জন। সর্বোচ্চ মৃত্যুর হয়েছে উত্তর ২৪ পরগনায়। একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে। কলকাতা ও নদিয়ায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে। পশ্চিম বর্ধমান ও আলিপুরদুয়ারে মোট ২ জনের মৃত্যু হয়েছে। ফলে রাজ্যে মৃত্যুহার দাঁড়াল ১.২০ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ৭ জন।

একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭৯৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৫৬, ৩১৫। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement