Advertisement
Advertisement
করোনা

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুতে রেকর্ড, রাজ্যে মোট সংক্রমিত প্রায় ২৩ হাজার মানুষ

একদিনে করোনামুক্ত ৫২৪ জন।

861 people tested corona positive in last 24 hrs in WB

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:July 6, 2020 8:22 pm
  • Updated:July 6, 2020 8:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য প্রতিদিনই উদ্বেগ বাড়াচ্ছে দেশবাসীর। এক-একদিনে ভারতে করোনায় আক্রান্ত হচ্ছেন প্রায় ২৫ হাজার করে মানুষ। সংক্রমণের নিরিখে রাশিয়াকে টপকে তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছে দেশ। রাজধানী দিল্লিরও পরিস্থিতি বেশ সংকটজনক। সেখানেও সংক্রমিতের সংখ্যা পেরিয়েছে এক লক্ষের গণ্ডি। তবে স্বস্তি দিচ্ছে না বাংলার পরিসংখ্যানও। কারণ সোমবারও মারণ করোনা থাবা বসাল সাড়ে ৮০০ জনেরও বেশি মানুষের শরীরে।

এদিন রাজ্যের স্বাস্থ্যদপ্তরের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৬১ জন। হার মধ্যে শুধু কলকাতাতেই সংক্রমণ ছড়িয়েছে ২৮১ জনের শরীরে। ফলে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ হাজার ৯৮৭-এ। পাল্লা দিয়ে বাড়ছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। এখনও পর্যন্ত রাজ্যে অ্যাকটিভ কেস ৬ হাজার ৯৭৩। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাতেও রেকর্ড বৃদ্ধি ঘটেছে। একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ২২ জনের। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। যার মধ্যে তিলোত্তমায় এই মারণ ভাইরাস (Coronavirus) প্রাণ নিয়েছে দশজনের। বাংলায় করোনায় মোট মৃতের সংখ্যা ৭৭৯ জন।

Advertisement

[আরও পড়ুন: জেলা নেতৃত্বকে অগ্রাহ্য? কোর কমিটির বৈঠকে মহুয়ার অনুপস্থিতি নিয়ে জল্পনা তুঙ্গে]

যদিও এ রাজ্যে সুস্থতার হার বেশ ভাল। রাজ্যে সুস্থতার হার ৬৬.২৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা যুদ্ধে জয়ী হয়েছেন ৫২৪ জন। এখনও পর্যন্ত করোনাকে জয় করে সুস্থ হয়ে ফিরেছেন ১৫ হাজার ২৩৫ জন। তবে করোনা রোগী চিহ্নিত করার জন্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে নমুনা টেস্টের সংখ্যাও। স্বাস্থ্যদপ্তরের তথ্য বলছে, একদিনে ১০ হাজার ৯১৯টি স্যাম্পেল টেস্ট হয়েছে। মোট ৫ লক্ষ ৫২ হাজার ৭টি টেস্ট ইতিমধ্যেই হয়েছে।

[আরও পড়ুন: ১২০ টাকার লটারি কেটে রাতারাতি কোটিপতি মুর্শিদাবাদের দিনমজুর, এলাকায় খুশির হাওয়া]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement