Advertisement
Advertisement
Covid-19

Coronavirus: রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনার কোভিড গ্রাফ

তবে আগের তুলনায় কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা।

826 new covid cases recorded within 24 hours in West Bengal | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Abhisek Rakshit
  • Posted:August 4, 2021 6:36 pm
  • Updated:August 4, 2021 6:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় ঢেউ আছড়ে পড়ার ভয় নিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছে বঙ্গবাসী। এর মাঝে কোনওদিন করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ অনেকটা কমছে তো পরের দিনই ফের চড়ছে সংক্রমণের গ্রাফ। মঙ্গলবারের পর বুধবারও ফের এক লাফে অনেকটাই বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ল মৃত্যুও।

বুধবার সন্ধেয় স্বাস্থ্যদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮২৬ জন। যার মধ্যে সর্বাধিক আক্রান্তের হদিশ মিলেছে উত্তর ২৪ পরগনায় (১১৬)। বেশ কিছুদিন পর ১০০ ছাড়াল এই জেলার করোনা আক্রান্তের সংখ্যা। দৈনিক আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এল কলকাতা। শহরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৭ জন। তৃতীয় স্থানে রয়েছে দার্জিলিং (৬৪)।

Advertisement

[আরও পড়ুন: জলের তলায় হাসপাতাল,মুমূর্ষু রোগীর অস্ত্রোপচার করতে সাঁতার কাটলেন উদয়নারায়ণপুরের চিকিৎসকরা]

সবমিলিয়ে এদিন রাজ্যের মোট কোভিড (COVID-19) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৩০ হাজার ৮৫০ জন। তবে স্বস্তি দিয়ে কমেছে সংক্রমণের হার (১.৫৭ শতাংশ)। এর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যাও বেড়েছে। মঙ্গলবার যেখানে মারণ ভাইরাসে মৃত্যু হয়েছিল ৯ জনের, সেখানে এদিন মৃতের সংখ্যা ১০। গতকাল কলকাতা মৃত্যুহীন থাকলেও এদিন ১ জন মারা গিয়েছেন। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনার বলি ১৮ হাজার ১৮০ জন।

তবে রাজ্য প্রশাসন এবং স্বাস্থ্যদপ্তরকে দেওয়া তথ্য অনুযায়ী ঊর্ধ্বমুখী সুস্থতা। করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছেন কোভিডজয়ীরাই। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনামুক্ত হয়েছেন ৮৩৮ জন। ফলে এ রাজ্যের মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ১ হাজার ৯২৫ জন। সুস্থতার হার ৯৮.১১ শতাংশ। এদিকে, এদিন পর্যন্ত রাজ্যের চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৪৫ জন।

[আরও পড়ুন: আকাশ নয়, সড়কপথে জলমগ্ন এলাকা পরিদর্শনে Mamata, বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন Modi]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement