গ্রামে ঘুরছে বিশাল পুলিশ বাহিনী। নিজস্ব চিত্র
দেব গোস্বামী, বোলপুর: দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ। তার জেরে উত্তপ্ত হয়ে উঠল শান্তিনিকেতন থানার রূপপুর পঞ্চায়েতের মোমিন পাড়া গ্রাম। এলাকায় বিপুল পুলিশ বাহিনী রয়েছে। ঘটনায় এখনও অবধি ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।
পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় নিমাই দাস ও বাবু দাস নামে দুই তৃণমূল নেতার দুই গোষ্ঠী রয়েছে। মাঝেমধ্যেই ওই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ দেখা যায়। বৃহস্পতিবার সকালে ফের ওই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদে উত্তেজনা ছড়ায় এলাকায়। বাঁশ, লাঠি দিয়ে দুই গোষ্ঠী একে অপরের দিকে ধেয়ে যায়। গ্রামের মধ্যে চলে ব্যাপক ইটবৃষ্টি। একাধিক বাড়ি ভাঙচুর করা হয়। ওই গ্রামে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ওই গ্রামে যায় শান্তিনিকেতন থানার বিরাট পুলিশ বাহিনী। তারপরেও ইটবৃষ্টি থামেনি। ছোঁড়া ইটের ঘায়ে জখম হন গ্রামেরই এক সিভিক ভলেন্টিয়ার। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আরও পুলিশ বাহিনী গ্রামে এসে পৌঁছয়। শুরু হয় ধরপাকড়। দু’পক্ষের মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরাক প্রত্যেকেই মহিলা বলে খবর। পুলিশ আসার পরই পুরুষরা এলাকা ছেড়ে পালায়। এই মুহূর্তে কার্যত পুরুষশূন্য ওই গ্রাম। কিন্তু কেন এই বিবাদ এদিন দেখা গেল? জানা গিয়েছে, নেতৃত্বের সঙ্গে বোলপুরে তৃণমূল কার্যালয়ে যাওয়ার কারণেই এই অশান্তির সূত্রপাত। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা রয়েছে। নিরাপত্তার কারণে বিশাল পরিমাণ পুলিশ গ্রামে মোতায়েন রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.