Advertisement
Advertisement
corona virus

বাড়তে থাকা সংক্রমণের মধ্যে আশা কোভিড জয়ীরাই, রাজ্যে একদিনে সুস্থ প্রায় ১২ হাজার

একদিনে রাজ্যে করোনার বলি ৭৭।

77 People died due to corona virus in West Bengal in last 24 hours | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 28, 2021 8:06 pm
  • Updated:April 28, 2021 8:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে রাজ্যবাসী। একদিকে অক্সিজেন, ওষুধ থেকে ভ্যাকসিনের অভাবের ছবি উঠে আসছে, অন্যদিকে চিন্তা বাড়াচ্ছে ক্রমবর্ধমান করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত কয়েকদিনের মতো বুধবারও ঊর্ধ্বমুখী বাংলার করোনা গ্রাফ। অতীত রেকর্ড ভাঙল দৈনিক মৃতের সংখ্যাও। একইভাবে চিন্তা বাড়াচ্ছে ক্রমবর্ধমান অ্যাকটিভ কেস।

এদিন স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার (Corona virus) কবলে পড়েছেন ১৭,২০৭ জন। যা আগে কখনও দেখেনি বাংলা। এর মধ্যে শহর কলকাতায় একদিকে আক্রান্ত ৩,৮২১ জন। সংক্রমণের নিরিখে প্রত্যাশিতভাবেই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ৩,৭৭৮ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৯৮৬। হাওড়া ও হুগলিতে একদিনে আক্রান্ত যথাক্রমে ৯৫৫ ও ৮৮২ জন। ভোটের আগে উল্লেখযোগ্যভাবে দৈনিক সংক্রমণ বেড়েছে বীরভূমে। একদিনে সেখানে আক্রান্ত ৭৮২ জন। এদিকে, করোনা আবহের মধ্যেও পর্যটকদের পাহাড় ভ্রমণের উৎসাহ কমেনি। ফলে দার্জিলিংয়ে কোভিড আক্রান্তের সংখ্যা কমার নাম নিচ্ছে না। ২৪ ঘণ্টায় সেখানে ৩৯৫ জনের শরীরে থাবা বসিয়েছে এই ভাইরাস। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৯৩ হাজার ৫৫২ জন।

Advertisement

[আরও পড়ুন: বেসরকারি ক্ষেত্রে অনিশ্চিত টিকার দ্বিতীয় ডোজ, সংকট মেটাতে দরাজহস্ত রাজ্য]

একইসঙ্গে এই ভাইরাস এখনও কেড়ে চলেছে মানুষের প্রাণও। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনার বলি ৭৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১১ হাজার ১৫৯ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ।

এদিকে, উদ্বেগ বাড়িয়ে এক লক্ষের গণ্ডি ছাড়াল রাজ্যের অ্যাকটিভ কেসও। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ১ লক্ষ ৫ হাজার ৮১২। এই বাড়তে থাকা অ্যাকটিভ কেসের জন্যই হাসপাতালে দেখা দিচ্ছে বেড সংকট। তবে করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছেন কোভিড জয়ীরাই। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ১১,৯৩৩ জন। এ নিয়ে মোট ৬ লক্ষ ৭৬ হাজার ৫৮১ জন করোনাজয়ী। তবে সংক্রমণ বাড়ায় সুস্থতার হার রোজই কমছে। বর্তমানে ৮৫.২৬ শতাংশ মানুষ মারণ ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন। দেশজুড়ে টিকাকরণের পাশাপাশি চলছে টেস্টিংও। ব্যতিক্রম নয় বাংলাও। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫৪ হাজার ৯৩৬ জনের।

[আরও পড়ুন: স্বামীর মৃত্যুর জন্য দায়ী কমিশন, অনিচ্ছাকৃত খুনের অভিযোগ কাজল সিনহার স্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement