Advertisement
Advertisement

সাত বছরের শিশুকে বাড়িতে ডেকে ধর্ষণ! দাদুর ‘কুকীর্তি’তে হাসপাতালে রক্তাক্ত নাতনি

পুলিশ ওই প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে।

7 years old allegedly physically assaulted by neighbor in Murshidabad

প্রতীকী ছবি।

Published by: Paramita Paul
  • Posted:November 2, 2024 8:06 pm
  • Updated:November 2, 2024 8:06 pm  

অতুলচন্দ্র নাগ, ডোমকল: মেয়েদের নিরাপত্তা নিয়ে যখন সারা রাজ্য তোলপাড় হচ্ছে। তার মধ্যেই কালীপুজোর সন্ধেয় মুর্শিদাবাদ জেলার ডোমকলের ভগীরথপুর পঞ্চায়েত এলাকায় সাত বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী দাদুর বিরুদ্ধে। শনিবার সকালে পুলিশ ওই প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে পাশের থানা হরিহরপাড়া থেকে।

ধৃত ব্যক্তির নাম নুরন্নবী মণ্ডল। বয়স ৪৫ বছর। অভিযুক্ত সম্পর্কে নাবালিকার দাদু। ঘতার বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কর্মকাণ্ডে নাবালিকা যথেষ্ট ক্ষতবিক্ষত। ডোমকলের ভগীরথপুর পঞ্চায়েত এলাকার ঘটনা।

Advertisement

ঘটনার সূত্রপাত কালীপুজোর দিন বৃহস্পতিবার সন্ধেয়। ওই দিন বাড়িরই একটি নির্মীয়মান ঘরে নাবালিকাকে ফুঁসলিয়ে ডেকে নিয়ে যায় নুরন্নবী। পরিবারের অভিযোগ, সেখানে নাবালিকাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। এর পর রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে নির্যাতিতা বাড়িতে এসে তার মা-বাবাকে সব জানায়। দ্রুত তাঁরা মেয়েকে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। বিষয়টি পাড়ায় জানাজানি হয়ে যায়। সেই সুযোগে অভিযুক্ত হরিহরপাড়ার দিকে আত্মগোপন করে।

জানা গিয়েছে, প্রায় ২৪ ঘন্টার চিকিৎসার পর মেয়েটি একটু সুস্থ হয়। তার পর অভিযুক্তর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য শুক্রবার রাতে ডোমকল থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতার বাবা। তার পরেই নড়ে চড়ে বসে পুলিশ। শনিবার সকালে হরিহরপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে। ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম জানান, “খুবই জঘন্য ঘটনা। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এটা ভালো খবর। আশা করি, কঠোর শাস্তির ব্যবস্থা করতে প্রয়োজনীয় পদক্ষেপ করবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement