সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিনের ব্যবধানে ফের মৃত্যুশূন্য কলকাতা (Kolkata)। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই কলকাতায়। কোভিডবিধি শিথিল হওয়ার পরও এই পরিসংখ্যান নিসন্দেহে স্বস্তি দেবে প্রশাসনকে। তবে সোমবার রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়াল। পাশাপাশি নিম্নমুখী উত্তরবঙ্গের সংক্রমণও।
সোমবার সন্ধের স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬৬ জন। যা রবিবারের তুলনায় অনেকটাই কম। এদিন সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষস্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে এই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৩ জন। এর পরেই রয়েছে কলকাতা (৫৩)। কয়েক দিন আগে দার্জিলিঙের দৈনিক সংক্রমণ চিন্তা বাড়াচ্ছিল। যার দরুন পর্যটকদের উপর কড়া বিধিনিষেধ চাপানো হয়েছিল। যার জেরে অনেকটাই কমল সংক্রম। গত ২৪ ঘণ্টা দার্জিলিঙে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪৯ জন। সবমিলিয়ে এদিন রাজ্যের পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১.৬৫ শতাংশ।
এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ১৮ হাজার ৮৪৭ জন। যাঁদের মধ্যে কোভিডজয়ী হয়েছেন ১৪ লক্ষ ৮৮ হাজার ৭৭ জন। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৬ জন। যা দৈনিক আক্রান্তের চেয়ে অনেকটাই বেশি। ফলে রাজ্যের সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৭.৯৭ শতাংশ।
এদিকে স্বাস্থ্যদপ্তরকে স্বস্তি দিচ্ছে কলকাতার মৃত্যুহার। দীর্ঘ চার মাস বাদে শনিবার মৃত্যুহীন ছিল কলকাতা। রবিবার অবশ্য ফের বৃদ্ধিপায় মৃত্যুর গ্রাফ। এদিন আবার স্বস্তি দিয়ে মৃত্যুহীন কলকাতা। দৈনিক মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে দার্জিলিং এবং পশ্চিম মেদিনীপুর। দুই জেলাতেই মৃত্যু হয়েছে ৩ জনের। উত্তর ২৪ পরগনায় একদিনে মৃত্যু হয়েছে ২ জনের। জলপাইগুড়ি, নদীয়া, হাওড়া, হুগলিতে একজন করে মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গোটা রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১১ জন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.