সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১ আগস্টের মধ্যেই দেশে ২০ লক্ষের গণ্ডি পেরবে আক্রান্তের সংখ্যা। সেপ্টেম্বরে তা শিখরে পৌঁছতে পারে। ভারতে ক্রমাগত বাড়তে থাকা সংক্রমণ দেখে এমনই সমস্ত আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। যে হারে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে এই আশঙ্কা সত্যি হওয়া যেন সময়ের অপেক্ষা। রোজই সংক্রমণের নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে দেশে। ব্যতিক্রম নয় বাংলাও। রবিবার সকালে ভারতে প্রায় ৩৯ হাজার আক্রান্তের খবর উদ্বেগ বাড়িয়েছিল। আর সন্ধেয় চিন্তাঁর ভাঁজ গভীর করল রাজ্যের পরিসংখ্যান। রেকর্ড হারে বাড়ল আক্রান্ত ও মৃতের সংখ্যা।
রবিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের তরফে জানানো হল, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,২৭৮ জন। এই নিয়ে পরপর দুদিন দু’হাজারের গণ্ডি পের হল সংক্রমিতের সংখ্যা। এর মধ্যে শুধু কলকাতাতেই একদিনে ৬৬২ জনের শরীরে থাবা বসিয়েছে ভাইরাস (Coronavirus)। উদ্বেগ বাড়াচ্ছে দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগণাও। সেখানে একদিনে ৫৪৪ জনের শরীরে ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। এর জেরে রাজ্যে মোট আক্রান্ত একলাফে বেড়ে দাঁড়াল ৪২ হাজার ৪৮৭-এ। সমান তালে বাড়ছে অ্যাকটিভ কেসও। বর্তমানে কোভিড পজিটিভ সংখ্যাটা ১৬ হাজার ৪৯২। সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে রাজ্যে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। উদ্বেগ অনেকখানি বাড়িয়ে স্বাস্থ্যদপ্তর জানাল, একদিনে করোনার বলি ৩৬ জন। যার মধ্যে তিলোত্তমাতেই শুধু প্রাণ হারিয়েছেন ১৫ জন। এখনও পর্যন্ত কলকাতায় করোনার বলি ৫৭৬ জন। বাংলায় এই মারণ ভাইরাস কেড়ে নিয়েছে ১ হাজার ১১২ জনের প্রাণ।
আরও ভাবাচ্ছে সুস্থতার নিম্নমুখী হার। একটা সময় যেখানে সুস্থতার হার প্রায় ৬৭ শতাংশে পৌঁছে গিয়েছিল, সেখানে এখন রাজ্যে সেই হার ৫৮.৫৬ শতাংশ। যদিও রাজ্য প্রশাসনের মতে, টেস্টিং বাড়াতেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। বর্তমানে করোনাজয়ীর থেকে আক্রান্তর সংখ্যা অনেকটাই বেশি। এদিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩৪৪ জন। যার মধ্যে কলকাতায় একদিনে সুস্থ ৫২৭ জন। এখনও পর্যন্ত বাংলার মোট করোনাযোদ্ধা ২৪ হাজার ৮৮৩ জন।
তবে আগের থেকে অনেকটাই বেড়েছে টেস্টিংও। গত ২৪ ঘণ্টাতেই যেমন ১৩ হাজার ৪৭১টি নমুনা টেস্ট হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে ৭ লক্ষ ৩ হাজার ২৮৪টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.