Advertisement
Advertisement

Breaking News

60-year-old beggar woman allegedly raped in Nabadwip

ঘুমন্ত অবস্থায় বছর ষাটের ভিখারিণীকে ‘ধর্ষণ’, নবদ্বীপে গ্রেপ্তার অভিযুক্ত

নির্যাতিতা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভরতি।

60-year-old beggar woman allegedly raped in Nabadwip । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:February 19, 2023 9:07 pm
  • Updated:February 19, 2023 9:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণের ঘটনায় আবারও শিরোনামে নদিয়া। রানাঘাট, গাংনাপুরের পর এবার ঘটনাস্থল নবদ্বীপ। বছর ষাটের এক ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় যুবকের বিরুদ্ধে। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঘটনাটি গত শনিবার রাতের। অন্যান্য দিনের মতো সেদিনও শ্রীবাস অঙ্গনঘাট রোড লাগোয়া একটি বাড়ির বারান্দায় ঘুমোচ্ছিলেন ওই বৃদ্ধা। রবিবার সকালে স্থানীয়দের গোটা ঘটনাটি জানান তিনি। মহিলার অভিযোগ, রাতে রাহুল রায় নামে এক যুবক তাঁকে ধর্ষণ করে। স্থানীয়রা একথা শোনার পরই বৃদ্ধাকে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেন। সেই অনুযায়ী নবদ্বীপ থানায় যান তিনি।

Advertisement

[আরও পড়ুন: হাই কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন গ্রুপ-ডি পদে কর্মরত স্বামী, অস্বাভাবিক মৃত্যু স্ত্রীর]

অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা রুজু করা হয়। শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য মহিলাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত ওই বৃদ্ধার শারীরিক অবস্থা স্থিতিশীল। অভিযুক্ত রাহুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনা আরও একবার রানাঘাটের সন্ন্যাসিনী গণধর্ষণের মতো নৃশংস ঘটনা মনে করাল বলে মত স্থানীয়দের।

[আরও পড়ুন: বিশ্রী পারফরম্যান্সের পরও বাকি ২ টেস্টে ভারতীয় দলে রাহুল, ঘোষিত ওয়ানডে স্কোয়াডও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement