Advertisement
Advertisement

পাহাড়ের চেয়ে ‘উঁচু’ প্রতিমা, ঝাড়গ্রামের আকর্ষণ ৬০ ফুটের কালী

উচ্চতায় দিয়ে যায় চেনা।

60-foot Kali idol preparation in Jhargram
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 15, 2017 9:14 am
  • Updated:September 26, 2019 7:25 pm  

সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: ৮৮ ফুট দুর্গা তৈরি হয়েও দেখতে পারেনি কলকাতা। প্রচণ্ড ভিড়ের কারণে বন্ধ করে দিতে হয়েছিল দেশপ্রিয় পার্কের পুজো। জঙ্গলমহলে এবার কালীপুজোতে সেই আক্ষেপ খানিকটা মেটানোর সুযোগ করে দিয়েছে কেশবডিহি সর্বজনীন শ্যামা পুজো কমিটি৷ ঝাড়গ্রামের এই পুজো কমিটি ৩৭ তম বছরে উচ্চতা দিয়েই দর্শক টানার লড়াইয়ে। তাদের ৬০ ফুটের কালী প্রতিমা নিয়ে এখন থেকেই জেলায় জোর আলোচনা।

[বাঁকুড়ার কালীতলার মাতৃ আরাধনায় ফিরে আসে অগ্নিযুগের ইতিহাস]

Advertisement

কেশবডিহি শ্যামা পুজো কমিটি প্রতি বছরই পুজায় কিছু না কিছু চমক দেয়৷ তা সে উত্তরাখণ্ডের মেঘ ভাঙা বৃষ্টির জেরে বন্যা হোক বা রাজ্য সরকারের কন্যাশ্রী, সেফ ড্রাইভ সেভ লাইফ কিংবা যে কোনও সাম্প্রতিক বিষয় উঠে এসেছে এই পুজোয়৷ এবার  তাদের থিম বিশালাকার প্রতিমা৷ ৬০ ফুটের প্রতিমার পাশাপাশি তৈরি হচ্ছে গোটা কয়েক কৃত্রিম পাহাড়৷ এগুলির উচ্চতা প্রতিমার তুলনায় কিছুটা কম। ফলে দেবী মূর্তি আরও সুবিশাল বলে মনে হবে৷ ৬০ ফুটের এই কালী প্রতিমাটি ইতিমধ্যে অনেকটাই রূপ পেয়েছে৷ বাঁশ, খড়, সিমেন্ট, প্লাসটার অব প্যারিস দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা৷ মূর্তিটির আরও এক আকর্ষণ শিবের মাথা থেকে বেরোনো ঝরণা। মহাদেবের জটা থেকে বেরিয়ে আসা ঝরণা পরিবেশ বদলে দিয়েছে। পাম্প কাজে লাগিয়ে পাইপ লাইনের মাধ্যমে জল পাঠিয়ে তৈরি হচ্ছে সেই কৃত্রিম ঝরণা।

[সংস্কার হলেও ঝোপের আড়ালে লুকিয়ে কপালকুণ্ডলা মন্দির]

উদ্যোক্তাদের দাবি, পাহাড়, জঙ্গল ঘেরা পরিবেশে পাহাড়ের থেকেও উঁচু প্রতিমা এবং শিবের জটা থেকে বেড়িয়ে আসা গঙ্গা দর্শনার্থীদের অনেক কৌতুহলের উত্তর মেটাবে৷ কেশবডিহি শ্যামা পুজো সার্বজনীন কমিটির সুপ্রকাশ মিত্র বলেন, আমাদের এই পুজোয় প্রতি বছরই আলাদা কিছু করার চেষ্টা হয়৷ এবার পাহাড়ের থেকেও উঁচু কালী প্রতিমা আশা করি দর্শকদের নজর কাড়বে।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement