Advertisement
Advertisement
বোমাবাজি

মেদিনীপুরে রাজনৈতিক হিংসা, তৃণমূল-বিজেপির সংঘর্ষে কোতয়ালিতে জখম শিশু-সহ ৩

অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শিবির।

6-years-old child injured in bombing in West Midnapore
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 6, 2019 2:30 pm
  • Updated:July 6, 2019 2:35 pm  

সম্যক খান, মেদিনীপুর: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের কোতয়ালি থানা এলাকার খামাটি গ্রাম। বোমাবাজিতে আহত হয়েছেন এক শিশু-সহ ৪ বিজেপি কর্মী। আহতরা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ঘটনার সঙ্গে জড়িত। যথারীতি অভিযোগ অস্বীকার করেছেন শাসকদলের কর্মীরা। 

[আরও পড়ুনমামুলি বিবাদের জেরে সহকর্মীকে কামড় অধ্যাপকের, শোরগোল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে]

ভোটপর্ব মিটে যাওয়ার পরেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি লেগেই আছে। শনিবার সকালে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের খামাটি গ্রাম। জানা গিয়েছে, এদিন সকালে গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালনের আয়োজন করা হয় জেলা বিজেপির তরফে। সঠিক সময়েই শুরু হয় অনুষ্ঠান। গেরুয়া শিবিরের অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন আচমকা সেখানে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এরপরই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। সভায় উপস্থিত পুলিশের সামনেই বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

Advertisement

বোমার তীব্রতায় আহত হন সভাস্থলে উপস্থিত ৩ বিজেপি কর্মী। জানা গিয়েছে, বোমার বিকট শব্দ পেয়ে আতঙ্কে ক্লাসরুম থেকে বেরিয়ে পড়ে সভাস্থল সংলগ্ন স্কুলের তৃতীয় শ্রেণির পড়ুয়া মিতালি মণ্ডল। বোমার তীব্রতায় গুরুতর জখম হয় সে। তড়িঘড়ি পুলিশের তরফে আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আহতরা।

গেরুয়া শিবিরের অভিযোগ, শুধু সভাস্থল নয়, নিকটবর্তী স্কুলেও বোমাবাজি করেছে অভিযুক্তরা। তাঁদের দাবি, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে অভিযুক্তদের। যদিও বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তাঁদের আরও অভিযোগ, বিজেপি নিজেদের অবস্থান শক্ত করতে শাসকদলের নামে অপপ্রচার করছে। পুলিশের আশ্বাস, তদন্ত শুরু হয়েছে, অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। তবে এদিনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। 

[আরও পড়ুনআদালতেই ভাগ্য নির্ধারণ, বরাবাজার পঞ্চায়েত সমিতি কংগ্রেস-বিজেপি জোটের দখলেই]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement