ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ব্যুরো: রাজ্যের তরফে বারবার সতর্ক করা সত্ত্বেও হুঁশ ফিরছে না আমজতার। একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। রবিবার গভীর রাতে কোচবিহারে পথের বলি ৪। সোমবার সকালে আউশগ্রামে দুর্ঘটনায় মৃত একজন পুলিশের গাড়ির চালক। পৃথক ঘটনায় জখম একাধিক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সোমবার সকালে পূর্ব বর্ধমানের আউশগ্রামে পুলিশের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি যাত্রীবাহী বাসের। ঘটনাস্থলেই মৃত্যু হয় পুলিশের গাড়ির চালকের। গুরুতর জখম হন ২ পুলিশ কর্মী ও এক সিভিক ভলান্টিয়ার। ব্যাপক ক্ষতি হয়েছে গাড়িটির। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিকে এদিন সকালেই কান্দি বহরমপুর রাজ্য সড়কের ভবানীপুর মোড়ে বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। এরপরই ক্ষোভে ফেটে পড়েন জনতা। রাগে ঘাতক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও দমকল যায় ঘটনাস্থলে। ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনও থমথমে এলাকা।
এদিকে শনিবার গভীর রাতে কীর্তন শুনে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে একটি টোটো। ওই টোটোর যাত্রীরা ভোগরামগুরির সরকারের বাড়িতে নামসংকীর্তনের আসর থেকে ফিরছিলেন। কোচবিহারের মাথাভাঙ্গা-জামালদহ রাজ্য সড়কের পাল পাড়া ও পাইকেরটারির মধ্যবর্তী এলাকায় পিছন থেকে দ্রত গতিতে ছুটে আসা একটি ট্রাক ওই টোটোটিতে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে দুমড়ে মুচড়ে যায় টোটোটি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ জনের। জখম ২ জন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.