Advertisement
Advertisement
Titagarh

টিটাগড় পোস্ট অফিসের লেটার বক্সে ৫৫টি সিল ছাড়া পাসপোর্ট! নেপথ্যে বাংলাদেশি চক্র?

অত সংখ্যায় পাসপোর্ট কীভাবে সেখানে এল? কে বা কারা পোস্ট বক্সে রেখে গেল ওইসব? খতিয়ে দেখছে পুলিশ।

55 passports found outside Titagarh post office

এই টিটাগড় পোস্ট অফিসের বাইরেই মিলেছে পাসপোর্ট।

Published by: Suhrid Das
  • Posted:December 20, 2024 5:52 pm
  • Updated:December 20, 2024 6:07 pm  

অর্ণব দাস, বারাকপুর: রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জাল পাসপোর্ট চক্রের হদিশ মিলছে। জাল পাসপোর্টকে হাতিয়ার করে বাংলাদেশ থেকে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কাও করছেন গোয়েন্দারা। ইতিমধ্যেই মুর্শিদাবাদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তারও করা হয়েছে দুজনকে। সেই আবহে এবার প্রচুর সংখ্যায় পাসপোর্ট পাওয়া গেল উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। টিটাগড় পোস্ট অফিসের বাইরের লেটার বক্সে ৫৫টি পাসপোর্ট পাওয়া গিয়েছে বলে খবর। নেপথ্যে বাংলাদেশি চক্র? তদন্তে নেমেছে পুলিশ।

প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অস্থির পরিস্থিতির আবহে এ রাজ্যে জাল পাসপোর্ট চক্রের হদিশ পেতে ধরপাকড় শুরু করেছে পুলিশ। একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে। এমন পরিস্থিতিতে, টিটাগড় পোস্ট অফিসের লেটার বক্স থেকে একসঙ্গে সিল ছাড়া ৫৫টি পাসপোর্ট উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খড়দহ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিটি রোড সংলগ্ন টিটাগড় পোস্ট অফিসের বাইরেই রয়েছে একটি লেটার বক্স। অনেকেই ডাক বিভাগের এই বাক্সে চিঠিপত্র-সহ প্রয়োজনীয় নথি অন্যত্র পাঠাতে রেখে যান। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে পোস্ট অফিসের কর্মীরা নিয়মিত সেগুলি লেটার বক্স থেকে সংগ্রহ করেন।

Advertisement

সেই মতো দিন দুয়েক আগে লেটার বক্স খুলতেই একটি বড় খাম পাওয়া যায়। সেটির একদিক ছেঁড়া ছিল। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় সেই খামে ভর্তি পাসপোর্ট। একসঙ্গে এত পাসপোর্ট দেখামাত্রই হতবাক হন পোস্ট অফিসের কর্মীরা। তৎক্ষণাৎ বিষয়টি পোস্টমাস্টারকে জানালে তিনি সেখানে ছুটে যান। গুনে দেখা যায়, ৫৫টি পাসপোর্ট রয়েছে। গোপনীয়তা রেখে পোস্টমাস্টার প্রথমেই গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এরপরেই পোস্ট অফিসের তরফে বৃহস্পতিবার খড়দহ থানায় লিখিতভাবে জানানো হয়। শুক্রবার গোটা ঘটনাটি জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। জাল পাসপোর্ট  চক্রের একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে রাজ্যজুড়ে। তারই কোনও যোগসূত্র কি রয়েছে এই ঘটনায় ?  তাহলে কি টিটাগড়েও এই চক্র সক্রিয় ?  পোস্ট অফিসের কর্মীদের কেউ কি জ]ড়িয়ে আছেন এই ঘটনার সঙ্গে? সেই প্রশ্ন উঠছে। 

টিটাগড় পুরসভার ঠিক উলটো দিকেই এই পোস্ট অফিস। পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ বলেন, “খড়দহ থানা পাসপোর্টগুলি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে। তাই সেগুলি জাল কিনা এখনই বলা সম্ভব নয়।” বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) ইন্দ্রবদন ঝাঁ জানান, প্রাথমিক তদন্তে উদ্ধার হওয়া পাসপোর্টগুলি জাল বলে মনে হচ্ছে না। তবুও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এগুলো কীভাবে সেখানে এল? কে বা কারা লেটার বক্সে রেখে দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাসপোর্টগুলি যাদের নামে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে। পাশাপাশি টিটাগড় পোস্ট অফিস ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement