Advertisement
Advertisement
Corona Virus

Coronavirus: সেরে উঠছে বাংলা, আরও কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু

সংক্রমণের হার দাঁড়িয়েছে ১.৮৮ শতাংশ।

510 new Corona Cases recorded in Bengal within 24 hours | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 23, 2021 6:41 pm
  • Updated:August 23, 2021 6:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুস্থ হচ্ছে বাংলা। একধাক্কায় অনেকটা কমল দৈনিক করোনা (Corona Virus) সংক্রমণ এবং মৃত্যুও। তবে রবিবারের তুলনায় এদিন কিছুটা কমেছে কোভিডজয়ীর সংখ্যা।  বেড়েছে সংক্রমণের হারও। যা দেখে করোনার তৃতীয় ঢেউ নিয়ে শঙ্কিত চিকিৎসকেরা।  

সোমবার সন্ধেয় স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, একদিনে রাজ্যে করোনা (COVID-19) আক্রান্ত হয়েছেন ৫১০ জন। যা রবিবারের তুলনায় অনেকটা কম। রবিবার এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫৬১ জন। আবার কমেছে দৈনিক মৃত্যুও। রবিবার করোনায় রাজ্যে মৃত্যু হয়েছিল ৮ জনের। এদিন সেই সংখ্যা আরও কমে দাঁড়াল ৭।

Advertisement

[আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র ফর্ম ফিলাপে নয়া বিধি, জালিয়াতি রুখতে আরও কড়া রাজ্য]

 
More 863 people tested COVID-19 positive in West Bengal
 
এদিনের পরিসংখ্যান বলছে, সংক্রমণের নিরিখে রাজ্যে একননম্বরে কলকাতা। একদিনে এই জেলায় করোনা সংক্রমিত হয়েছেন ৭৭ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (৫৬)। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (৫০)। মাথাব্যথা বাড়িয়ে সংক্রমণের নিরিখে রাজ্যে চতুর্থ স্থানে রয়েছে দার্জিলিং (৪৭)। সবমিলিয়ে এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৪৩ হাজার ৪৯৬ জন। তাঁদের মধ্যে অবশ্য সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৫ লক্ষ ১৫ হাজার ৭৮৯ জন। ফলে রাজ্যে চিকিৎসাধীন বা অ্যাকটিভ (Active Case) কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৩৩৬ জন।

[আরও পড়ুন: Taliban Terror: নর্দার্ন অ্যালায়েন্সের পালটা মার, বাগলানে নিহত ৩০০ তালিবান]

এদিকে রাজ্যে একদিনে করোনায় মৃত্যুর নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা (৩)। কলকাতায় ২ জন এবং হাওড়ায় ২ জনের মৃত্যু হয়েছে। করোনার তৃতীয় ঢেউ রুখতে কোভিড পরীক্ষায় জোর দেওয়া হচ্ছে রাজ্যে। গত ২৪ ঘণ্টায় বাংলায় ২৭ হাজার ১৫৯ টি নমুনার পরীক্ষা হয়েছে। ফলে মোট পরীক্ষা হওয়া নমুনার সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৬৬ লক্ষ ৮৯ হাজার ২৯৩ টি নমুনা পরীক্ষা হয়েছে। 
 
 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement