সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই পুজোর মরসুম। সঙ্গে আবার ভোট। তার আগে করোনা (Corona Virus) পরিস্থিতিতে লাগাম পরাতে মরিয়া রাজ্য সরকার। এর মাঝেই একধাক্কায় অনেকটা কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। এই পরিসংখ্যান রাজ্যের স্বাস্থ্যদপ্তরকে স্বস্তি দিচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
স্বাস্থ্যদপ্তরের দেওয়া সোমবার সন্ধের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (COVID-19) আক্রান্ত হয়েছেন ৫০৫ জন। যার জেরে এ রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৫২ হাজার ৫৭৬ জন। করোনায় তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানির মাঝেই ফের বেড়েছে রাজ্যের পজিটিভিটি রেট বা সংক্রমণের হার-১.৯২ শতাংশ। রবিবারের তুলনায় বেড়েছেএই হার।
এদিকে দৈনিক করোনা সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১০৭জন। দ্বিতীয় স্থানে রয়েছে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ৮৫ জন। অর্থাৎ ওই জেলায় কমেছে সংক্রমণ।
দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে হুগলি। একদিনে সেখানকার ৩৬ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৩৪ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কমেছে দৈনিক সংক্রমণ।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৩ জনের। রবিবারের তুলনায় বেড়েছে মৃত্যু। দৈনিক মৃত্যুর নিরিখে এদিনও প্রথম স্থানে নদিয়া জেলা। একদিনে করোনার বলি সেখানকার ৪ জন। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৫১৫ জন।
এদিকে একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৬৬৪ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,২৫,৫৮১। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৬ শতাংশ। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৭২,৩৬,৫২৭ জনের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.