Advertisement
Advertisement

Breaking News

BJP

ভোটের মুখে শক্তিবৃদ্ধি! রাজমাতার হাত ধরে বিজেপিতে নদিয়ার ৫০০ তৃণমূল ও বাম কর্মী

কেন এই দলবদল?

500 TMC and CPM worker joins BJP at Nadia
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 30, 2024 12:21 am
  • Updated:March 30, 2024 12:21 am  

সঞ্জিত ঘোষ, নদিয়া: ভোটের আগে নদিয়ার তৃণমূল ও সিপিএমে বড়সড় ভাঙন। একসঙ্গে প্রায় পাঁচশোজন যোগ দিলেন বিজেপিতে। রাজমাতা অমৃতা রায় তাঁদের হাতে তুলে দিলেন পতাকা।

বিজেপিতে যোগ দিয়েই টিকিট পেয়েছেন কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়। স্বাভাবিকভাবেই প্রচারে ঝাঁপিয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় কৃষ্ণনগর লোকসভার পলাশিপাড়া বিধানসভা এলাকার বিল কুমারিতে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে একটি সভার আয়োজন করেছিল গেরুয়া শিবির। সেই সভাতেই রাজমাতা অমৃতা রায়ের হাত ধরে ওই এলাকার প্রায় ৫০০ জন যোগ দিলেন বিজেপিতে। তাঁদের মধ্যে শতাধিক মুসলিম সম্প্রদায়ের।

Advertisement

[আরও পড়ুন: বরানগর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকাই, ভগবানগোলায় কে?]

তৃণমূল সরকার বারবার দাবি করেছে, বিজেপি মুসলিম সম্প্রদায়ের ‘শত্রু’। সিএএ ইস্যু নিয়েও বারবার একই দাবি করা হয়েছে তাঁদের তরফে। দেশছাড়া করার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। এসবের মাঝেই এই যোগদান যে বিজেপিকে বাড়তি অক্সিজেন দেবে তা বলাই বাহুল্য। কিন্তু কেন এত মানুষ তৃণমূল ও সিপিএম ছেড়ে পদ্মশিবিরে? নতুন সদস্যেদের দাবি, রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের শরিক হতে চান তাঁরা। সেই কারণেই এই দলত্যাগ।

[আরও পড়ুন: কলকাতায় নতুন ছবির শুটিংয়ে কাজল, যাবেন বোলপুরেও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement