ছবি: প্রতীকী
বাবুল হক, মালদহ: দলবিরোধী কাজের অভিযোগ। এবার মালদহের পাঁচ নেতাকে বহিষ্কার করল তৃণমূল। রাজ্য নেতৃত্বের নির্দেশেই এই সিদ্ধান্ত, জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতারা।
নির্বাচনী প্রচারে গিয়ে বারবার মালদহবাসীর কাছে ভোট প্রার্থনা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এতবছর মালদহে তৃণমূল ‘বঞ্চিত’ হল, সেই প্রশ্নও তুলেছিলেন। সেই সঙ্গে আশ্বাস দিয়েছিলেন বিপদে-আপদে পাশে থাকার। সেই ভোকাল টনিক কার্যত ম্যাজিকের মতো প্রভাব ফেলেছিল ভোটবাক্সে। একুশের নির্বাচনে মালদহের ১২টির মধ্যে আটটি আসন পেয়েছে তৃণমূল। তা সত্ত্বেও ওই জেলার পাঁচ নেতার বিরুদ্ধে বিজেপি ও কংগ্রেসের হয়ে ভোট করানোর অভিযোগ তুললেন স্থানীয় নেতারা।
স্থানীয় তৃণমূল নেতাদের কথায়, কালিয়াচক ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস ,মালদহ জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ চম্পা মণ্ডল ও তাঁর স্বামী দ্বিজেন মণ্ডল, হামিদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জুলেখা বিবি ও গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিরুল ইসলাম একুশের নির্বাচনে বিজেপি ও কংগ্রেসের হয়ে কাজ করেছেন। যার ফলে কয়েকটি এলাকায় তৃণমূলের ফল খারাপ হয়েছে। অভিযোগ পেয়ে বৈঠকে বসেন কালিয়াচক ২ নম্বর ব্লকের নেতারা। সেখানেই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এবিষয়ে এখনও বহিষ্কৃত নেতাদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.