Advertisement
Advertisement

Breaking News

Murshidabad

পেটের টানে কাজে যাওয়াই কাল, দত্তপুকুর বিস্ফোরণে মৃত মুর্শিদাবাদের ৫

বিস্ফোরণে তৃণমূলের পঞ্চায়েত সদস্য শরিফা বিবির আত্মীয় জোরাত আলির যোগের অনুমান।

5 People of Murshidabad died in Duttapukur Blast | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 28, 2023 1:40 pm
  • Updated:August 28, 2023 1:45 pm  

শাহাজাদ হোসেন, ফরাক্কা: দত্তপুকুর বিস্ফোরণে মুর্শিদাবাদ যোগ। মৃতদের মধ্যে ওই জেলার ৫ জন। ঘটনার নেপথ্যে উঠে এসেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য শরিফা বিবির আত্মীয় জোরাত আলির যোগ। নিমতিতা মন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমাবাজিতে গ্রেপ্তার ইশা শেখের ভাই এই জোরাত। বিস্ফোরণ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আগে গ্রেপ্তারও হয়েছিলেন তিনি।

রবিবার সকালে দত্তকুপুরে ঘটে গিয়েছে ভয়ংকর বিস্ফোরণ। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে ৯ জনের। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। মৃতদের তালিকায় রয়েছে মুর্শিদাবাদের ৫ জন। সেই সূত্র ধরেই উঠে এসেছে নিমতিতায় মন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমাবাজিতে গ্রেপ্তার ইশা শেখের ভাই এই জোরাতের নাম। বছর তিনেক আগে গ্রেপ্তার হয়েছিলেন জোরাত আলিও। সম্প্রতি ছাড়া পান। জোরাতের স্ত্রীর দাবি, পরিবারের সঙ্গে তার কোনও যোগাযোগ নেই। তাই অর্থ উপার্জনের জন্য ছেলেদের পাঠিয়েছিলেন বাজি কারখানার কাজে।

Advertisement

[আরও পড়ুন: বিদেশ থেকে স্বামীর পাঠানো টাকা প্রেমিককে দান! চাপে পড়ে অর্থ ফেরতের দাবিতে ধরনায় গৃহবধূ]

জোরাতের স্ত্রী আসমা বিবির দাবি, এলাকার বাসিন্দা মোহন শেখ নাকি দিন ১৫ আগে তাঁর দুই সন্তান ও দেওরের ২ দুই ছেলে-সহ ৪ জনকে কাজে নিয়ে গিয়েছিল। মাসে বেতন দেওয়ার কথা ছিল ১৮ হাজার টাকা। তবে মাস পেরনোর আগেই সব শেষ। তবে স্থানীয়রা বলছে অন্য কথা। এলাকার বাসিন্দাদের দাবি, জেল থেকে বেরিয়েই ফের বেআইনি বাজির কারবার শুরু করে জোরাত আলি। দত্তপুকুরে বড় ভূমিকা ছিল তাঁর। নিজেই ছেলেদের বাজির কারখানায় যুক্ত করেছিলেন। স্থানীয়দের অনুমান, জেরাতেরও মৃত্যু হয়েছে এই বিস্ফোরণে। যদিও স্ত্রীর দাবি, জোরাত সম্পর্কে তাঁর কাছে কোনও তথ্যই নেই।

[আরও পড়ুন: দত্তপুকুর বিস্ফোরণ: বাড়ছে মৃতের সংখ্যা, পুকুরে মিলল মুন্ডুহীন দেহ, প্রাণ গেল অভিযুক্ত সামসুল আলিরও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement