দেবব্রত মণ্ডল ও কল্যাণ চন্দ: আগ্নেয়াস্ত্র-সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ক্যানিং থানার পুলিশ৷ ধৃতদের কাছ থেকে ১২টি ওয়ান শাটার বন্দুক ও ৯টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে৷ বাসন্তী এলাকায় পাচারের উদ্দেশ্যেই এই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলেই দাবি তদন্তকারীদের৷
মাতলা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রতিদিনই তল্লাশি চালায় পুলিশ৷ বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের কাছে খবর ছিল যে একটি গাড়িতে করে বেশ কিছু আগ্নেয়াস্ত্র পাচারের ছক কষেছে দুষ্কৃতীরা৷ সেই চক্রকে পাকড়াওয়ের জন্য মাতলা ব্রিজ লাগোয়া এলাকার নিরাপত্তা আরও বাড়ানো হয়৷ মধ্যরাতে একটি গাড়ি ওই ব্রিজ দিয়ে যাচ্ছিল৷ গাড়িটির নম্বর ডব্লুবি ৫৮একিউ৫৮১১৷ ওই গাড়িটিকে মাঝ রাস্তাতেই দাঁড় করানো হয়৷ সেই সময় গাড়ির ভিতরে ছিল তিন যুবক৷ গাড়ির ভিতর কী আছে, কোথায় যাচ্ছে তারা, সে বিষয়ে খোঁজখবর নেয় পুলিশ৷ ওই যুবকদের কথাবার্তায় মেলে হাজারও অসঙ্গতি৷ তাই গাড়িতে তল্লাশি চালাতে শুরু করে পুলিশ৷ যদিও গাড়ির তল্লাশি প্রথমে বাধা দেয় ওই যুবকেরা৷ কিন্তু তাতেও কোনও লাভ হয়নি৷ গাড়িতে তল্লাশি চালিয়েই সন্দেহ স্পষ্ট হয় পুলিশের৷ ওই গাড়ি থেকে মেলে প্রচুর অস্ত্রশস্ত্র৷ উদ্ধার করা হয় ১২টি ওয়ান শাটার বন্দুক ও ৯টি তাজা বোমা৷ সঙ্গে সঙ্গে ওই অস্ত্রশস্ত্রগুলি উদ্ধার করে পুলিশ৷ গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে৷ গ্রেপ্তার করা হয় তিনজনকেই৷
ধৃতরা হল আনোয়ার মেহবুব মণ্ডল ওরফে বাপ্পা, রুবেল মণ্ডল ও ঝন্টু পাল৷ ওই তিনজনই মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা৷ বছর আঠাশের আনোয়ার দীর্ঘদিন ধরেই অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত৷ আঠারো বছর বয়সী রুবেল ও ঝন্টুর বিরুদ্ধে আগেও অস্ত্রপাচারের অভিযোগ উঠেছে৷ ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে বাসন্তী এলাকায় অস্ত্রগুলি পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছিল ওই তিনজন৷ তবে কার কাছে ওই অস্ত্রগুলি পাচার করতে নিয়ে যাচ্ছিল তারা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷
এদিকে, মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থেকে মোট ১০টি বন্দুক ও ১০ রাউন্ড গুলি-সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতরা মালদহের কালিয়াচকের বাসিন্দা৷ আগ্নেয়াস্ত্রগুলি পাচারের আগেই গ্রেপ্তার করা হয় তাদের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.