Advertisement
Advertisement

এনআরএসের পর এবার কোচবিহার, উদ্ধার ৫টি সারমেয় শাবকের দেহ

দেখুন ভিডিও।

5 Dogs found dead in Cooch behar
Published by: Subhajit Mandal
  • Posted:January 19, 2019 9:06 am
  • Updated:January 19, 2019 9:06 am  

দেবাশিস বিশ্বাস, কোচবিহার: কলকাতার এনআরএসে কুকুর ছানা নিধন কাণ্ডের স্মৃতি এখনও জ্বলজ্বল করছে। এরই মধ্যে কোচবিহারে প্রকাশ্যে এল সারমেয় হত্যালীলা। কোচবিহার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শান্তিকুটির ক্লাব সংলগ্ন এলাকায় পাওয়া গেল ৫টি সারমেয় শাবকের দেহ। উদ্ধার হয়েছে আরও দু’টি আহত কুকুর ছানা। শুক্রবার গভীর রাতে কুকুর ছানাগুলিকে উদ্ধার করে পুলিশ।

[পাহাড়ের চিড়িয়াখানায় বিদেশি অতিথি, সুদূর জার্মানি থেকে আসছে ৫টি মিশমি টাকিন]

এনআরএস হাসপাতালের পর এবার কোচবিহারেও প্রকাশ্যে এল সারমেয় হত্যাকাণ্ডের ঘটনা। শুক্রবার রাতে কোচবিহার শহরের ১ নম্বর ওয়ার্ডের শান্তি কুটির ক্লাব সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে পাঁচটি সারমেয় শাবকের মৃতদেহ। এই ঘটনায় পশুপ্রেমিকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতেই কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। মৃত ওই কুকুর ছানাদের দেহ উদ্ধার করে প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্রে পাঠিয়েছে পুলিশ। আহত অবস্থায় উদ্ধার হয়েছে দুটি কুকুর ছানা। তাদের চিকিৎ সার জন্য স্থানীয় পশু হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

[খোলা জায়গায় আবর্জনা ফেললে হতে পারে লক্ষ টাকার জরিমানা!]

ঠিক কে বা কারা কুকুরগুলিকে মেরেছে, বা কীভাবে মারা হয়েছে তা স্পষ্ট নয়। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা ঘটনাস্থলে যান। তাঁদের দাবি, বিষ খাইয়ে কুকুরগুলিকে মারা হয়েছে। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় পশুপ্রেমী এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। ব্লাড ডোনার অরগানাইজেশনের সম্পাদক রাজা বৈদ্য জানান, কীভাবে বা কেমন করে এই নিষ্পাপ সারমেয় শাবকদের হত্যা করা হল, তার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। দ্রুত পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশও।

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement