Advertisement
Advertisement

ফাঁসই যেন রুটিন! মাধ্যমিকের চতুর্থ দিনে ভূগোল প্রশ্নও হোয়াটসঅ্যাপে

পরের পর প্রশ্ন ফাঁসে নীরব দর্শকের ভূমিকায় মধ্যশিক্ষা পর্ষদ।

4th day of Madhymaki,Geography question leaked
Published by: Sucheta Sengupta
  • Posted:February 16, 2019 1:41 pm
  • Updated:February 16, 2019 1:54 pm

দীপঙ্কর মণ্ডল: প্রথম ও দ্বিতীয় ভাষার পর ফাঁস হয়েছিল ইতিহাসের প্রশ্ন। আর মাধ্যমিকের চতুর্থ দিন, শনিবার হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়ালো ভূগোলের প্রশ্ন। ওয়াকিবহাল মহলের কটাক্ষ, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস হওয়াটা যেন রোজকার রুটিনে পরিণত হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ অবশ্য যথারীতি এই বিষয়ে নীরব দর্শকের ভূমিকাতেই।

আগের তিনদিনের মতোই পরীক্ষা শুরুর ঠিক আধ ঘণ্টার মধ্যেই ভূগোলের প্রশ্ন ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার বাঁকুড়ায় পরীক্ষাকেন্দ্রের ভিতরেই দুই ছাত্র মোবাইল-সহ ধরা পড়েছে। মালদহের মানিকচকে নকল সরবরাহকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়েছে। এতকিছুর পরও মধ্যশিক্ষা পর্ষদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এনিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। এদিন হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়া প্রশ্নটির উৎপত্তি কোথায়, তা জানা যায়নি। বিকেল তিনটের আগে ছাত্রছাত্রীরা ছাড়া কারও হাতে প্রশ্ন যাওয়ার কথা নয়। তাই এদিন হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়ানো প্রশ্নটি আসল কি না, তা তিনটের পরই জানা যাবে। আগের তিনদিন যে প্রশ্ন পরীক্ষা চলাকালীন ছড়িয়ে পড়েছিল, পরীক্ষা শেষে জানা গিয়েছিল, সেটাই ছিল আসল প্রশ্নপত্র।

Advertisement

পুরুলিয়ায় মাওবাদী হামলা রুখতে মহড়া সিআরপিএফের

লাগাতার প্রশ্ন ফাঁসে জেরবার পর্ষদ। সভাপতির পদত্যাগের দাবি আগেই উঠেছে। ফের একই কাণ্ড। এক শিক্ষিকার কথায়, “সাড়ে বারোটা নাগাদ আমরা আলোচনা করছিলাম, কখন প্রশ্ন প্রকাশ্যে চলে আসবে। সেই আশঙ্কা সত্যি হল। কিছুক্ষণের মধ্যে হোয়াটসঅ্যাপে চলে এল প্রশ্ন।” শিক্ষা মহলে বিরক্তি এবং হতাশার পাশাপাশি প্রশ্ন ফাঁসের ঘটনাকে কৌতুকের পর্যায়ে নিয়ে গিয়েছেন অনেকে। প্রচুর মিম তৈরি হয়েছে। পর্ষদের নীরবতা নিয়েও চর্চা চলেছে দিনভর। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রত্যেকদিন বিকেল পাঁচটায় সাংবাদিক বৈঠক করার নিয়ম বহু বছর ধরে চলছে। বুধবার দ্বিতীয় দিনে ইংরেজির প্রশ্ন হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়ার পর থেকে তা বন্ধ। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় একেবারে স্পিকটি নট। পর্ষদ কর্মীদের একাংশ জানিয়েছে, ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক শেষ হওয়ার পর সভাপতির পদ থেকে সরে যেতে পারেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শিক্ষা মহলের বক্তব্য, এবার মাধ্যমিকে প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের দায়িত্ব হ্রাস করে প্রত্যেকটি কেন্দ্রে পর্ষদের প্রতিনিধি ও সরকারি কর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে। একাধিক শিক্ষক সংগঠন এই নির্দেশকে সামনে রেখেই প্রশ্ন ফাঁসের দায়িত্ব পর্ষদের ঘাড়ে চাপানোর দাবি তুলেছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement