Advertisement
Advertisement

রেললাইনে উদ্ধার ৪৭ বাক্স আধার কার্ড

এখনও কেউ গাফিলতির দায় স্বীকার করেননি৷

47 box ADHAAR card are found on railway track
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 31, 2016 11:15 am
  • Updated:August 31, 2016 11:15 am  

স্টাফ রিপোর্টার: লাইনের উপর থেকে উদ্ধার হল হাজার-হাজার আধার কার্ড৷ মঙ্গলবার সকালে লাইন পরীক্ষার সময় এই কার্ডগুলির হদিশ পান রেলের ট্র্যাকম্যানরা৷ এক জায়গায় নয়, রীতিমতো তিনটি জায়গায় লাইন থেকে উদ্ধার হয় ৪৭টি প্যাকিং পার্সেল বাক্স৷ যার মধ্যে ছিল আধার কার্ডগুলি৷ বেলুড়-বালির মাঝে একটি প্যাকিং ব্যাগ উদ্ধার হয় প্রথমে৷ এরপর শক্তিগড় ও ব্যান্ডেলের কাছে আদিসপ্তগ্রাম ও খন্নানের কাছে লাইনে পাওয়া যায় একইরকমের প্যাকিং ব্যাগ৷ যার মধ্যে বেলুড়ের প্যাকিংয়ে রয়েছে ২৭০টি আধার কার্ড৷ ব্যান্ডেলের কাছে পাওয়া প্যাকিংয়ে মিলেছে ৮৫৪টি আধার কার্ড৷ বর্ধমানের কাছে লাইন থেকে উদ্ধার ৪৭টি প্যাকিং বাক্স পাওয়া গেলেও তার সিল খোলা হয়নি৷ ফলে সেখানেও প্রায় পঞ্চাশ হাজারের বেশি কার্ড রয়েছে বলে পুলিশের অনুমান৷ পার্সেলগুলি বুকিং হয়েছিল কর্নাটক সার্কেলের পোস্ট থেকে৷ আধার কার্ডগুলি বিহার ও ঝাড়খণ্ডের বলে মনে করেছে পুলিশ৷ কারণ, আধারে যে ঠিকানা রয়েছে তা সেখানকারই৷

হাওড়ার রেল পুলিশ সুপার নীলাদ্রি চক্রবর্তী জানিয়েছেন, এই বুকিং পার্সেলগুলি ট্রেনের আরএমএস বগিতে যাচ্ছিল৷ অসাবধানতায় তা ট্রেন থেকে পড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে৷ বিষয়টি ৩২ আইএন বিহার জোনের আরএমএস কর্তা রজককে জানানো হয়েছে৷ তবে কোন ট্রেন থেকে এই প্যাকিং বাক্সগুলি পড়েছে তা স্পষ্ট নয়৷ আরএমএস বগি থেকে এই গুরুত্বপূর্ণ প্যাকিং বাক্সগুলি লাইনে পড়ে যাওয়ায় কর্মীদের চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠেছে৷ কারণ, কীভাবে তা লাইনে পড়ল এ প্রশ্নও বড় করে দেখা দিয়েছে৷ বন্টন এড়াতে তা ইচ্ছা করে ফেলে দেওয়া হয়েছিল কি না তাও তদন্ত করে দেখছে পুলিশ৷ ৪৭টি প্যাকিং বাক্স পওয়ার পর পুলিশের অনুমান, অন্য জায়গায় আরও বাক্স পড়তে পারে৷ সেইমতো লাইনে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ এখনও কেউ গাফিলতির দায় স্বীকার করেননি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement