Advertisement
Advertisement
corona positive

চিন্তা বাড়াচ্ছে রাজ্যের দৈনিক কোভিড গ্রাফ, ফের নিম্নমুখী সুস্থতার হার

বাংলায় একদিনে করোনার বলি ২।

462 tested corona positive in last 24 hours in West Bengal | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:March 24, 2021 7:56 pm
  • Updated:March 24, 2021 8:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরেই দেশে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। ব্যতিক্রমী নয় বাংলাও। ২৪ ঘণ্টায় টেস্টিং বাড়তেই ফের ঊর্ধ্বমুখী কোভিড আক্রান্তের সংখ্যা। কমল সুস্থতার হারও। ফলে নির্বাচনী আবহে রাজ্যের সার্বিক করোনা পরিস্থিতি চিন্তার ভাঁজ ফেলছে সাধারণ মানুষের কপালে।

এদিন স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার (Corona Virus) কবলে পড়েছেন ৪৬২ জন। যার মধ্যে শহর কলকাতায় একদিকে আক্রান্ত ১৫৬ জন। প্রত্যাশিতভাবেই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ১০৪ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৫ লক্ষ ৮১ হাজার ৮৬৫ জন। উদ্বেগ বাড়িয়ে ফের একলাফে অনেকখানি বাড়ল রাজ্যের অ্যাকটিভ কেসও। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩ হাজার ৭৮২। একইসঙ্গে এই ভাইরাস এখনও কেড়ে চলেছে মানুষের প্রাণও। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনার বলি দু’জন। এখনও পর্যন্ত রাজ্যে কোভিড-১৯-এ প্রাণ হারিয়েছেন ১০ হাজার ৩১২ জন। এদিকে, কোভিড ভ্যাকসিন নেওয়ার পরই প্রাণ হারালেন পূর্ব বর্ধমানের মেমারির পাল্লারোড এলাকার বাসিন্দা বলাই বালা। ভ্যাকসিন নিয়ে বাড়ি ফিরেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় ওই বৃদ্ধর। বুধবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধন্দে স্বাস্থ্য দপ্তরও।

Advertisement

[আরও পড়ুন: ভোটের কাজে বাংলায় আসছে উত্তরপ্রদেশ পুলিশ! প্রবল আপত্তি তৃণমূলের]

তবে করোনা ভাইরাস সঙ্গে লড়াইয়ে ভরসা জোগাচ্ছেন কোভিডজয়ীরাই। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ৩৩৪ জন। এ নিয়ে মোট ৫ লক্ষ ৬৭ হাজার ৭৭১ জন করোনাজয়ী। সুস্থতার হারও গতকালের তুলনায় সামান্য কম। বর্তমানে ৯৭.৫৮ শতাংশ মানুষ মারণ ভাইরাস থেকে মুক্ত। দেশজুড়ে টিকাকরণের পাশাপাশি চলছে টেস্টিংও। ব্যতিক্রমী নয় বাংলায়। স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যা গতকালের তুলনায় বেড়েছে। একদিনে করোনা টেস্ট হয়েছে ২২ হাজার ১৬৫ জনের। এখনও পর্যন্ত মোট ৯০ লক্ষ ১৫ হাজার ৭১টি নমুনা পরীক্ষা হয়েছে রাজ্যে।

[আরও পড়ুন: ভোটারদের অযোধ্যা নিয়ে যাওয়ার প্রতিশ্রুতির জের, কমিশনের কোপে জিতেন্দ্র তিওয়ারি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement