Advertisement
Advertisement
Corona

রোজ ভাঙছে রাজ্যে সংক্রমণের সংখ্যার রেকর্ড, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪৯ জন

গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে।

449 more COVID-19 positive in West Bengal in last 24 hours
Published by: Paramita Paul
  • Posted:June 7, 2020 7:14 pm
  • Updated:June 7, 2020 7:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় চোখ রাঙাচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে  করোনা আক্রান্ত হয়েছেন ৪৪৯ জন। ফলে এ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১৮৭ জন। এদিকে একই সময়ে রাজ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। ফলে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২৪ জন। পাশাপাশি কো-মর্বিডিটিতে মৃত্যু হয়েছে ৭২ জনের। ফলে সব মিলিয়ে করোনার কারণে বাংলায় মৃতের সংখ্যা ৪০০ ছুঁইছুঁই। তবে বেড়েছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮৪ জন। ফলে সব মিলিয়ে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে ৩৩০৩জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্তের হদিশ মিলেছে পশ্চিম মেদিনীপুরে। এক দিনে জঙ্গলমহল লাগোয়া জেলায় আক্রান্ত হয়েছেন ৮৩ জন। ফলে সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৭ জন।  তবে জেলাগুলির মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি কলকাতার। সেখানে আক্রান্তের সংখ্যা ২৪ জন বেড়ে দাঁড়িয়েছে ১৩৮৮ জনে। এরপরেই রয়েছে হাওড়া। সেখানে আক্রান্তের সংখ্যা ৮৬০ জন। নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন আরও ২০ জন। একইসঙ্গে চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪পরগণা ও হুগলিও। তবে কলকাতা ও হাওড়ায় সংক্রমণের হার কমেছে। তা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে।

Advertisement

[আরও পড়ুন : রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃৃষ্টি, মেদিনীপুরে বাজ পড়ে মৃত ২]

উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমিতের হদিশ মিলেছে কোচবিহারে। সেখানে আক্রান্তের সংখ্যা ১২২ জন। এরপরেই রয়েছে মালদা। বলাইবাহুল্য, পরিযায়ী শ্রমিকরা আসার পরই এই জেলাগুলিতে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। বাড়ছে মৃত্যুও। সবমিলিয়ে রাজ্যে ক্রমশ জটিল হচ্ছে করোনা পরিস্থিতি। তা বলার অপেক্ষা রাখে না। তবে এমন পরিস্থিতিতে আসা জাগাচ্ছে রাজ্যে সুস্থ হয়ে ওঠা হার। সরকারি পরিসংখ্যান বলছে, রাজ্যে করোনা আক্রান্তদের মধ্যে প্রায় ৪০.৩৪ শতাংশ সুস্থ হয়ে উঠছেন।

[আরও পড়ুন : মহারাষ্ট্র থেকে ফিরে পরিত্যক্ত গোডাউনে কোয়ারেন্টাইন যাপন! সাপের কামড়ে মৃত্যু পরিযায়ীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement