ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ষষ্ঠীতেও দুশ্চিন্তামুক্ত হতে পারলেন না আমজনতা। পরিবর্তে রাজ্যের ঊর্ধ্বমুখী করোনা (Coronavirus) গ্রাফ যেন রোজ একটু একটু করে সকলের রক্তচাপ বাড়াচ্ছে। কপালে চিন্তার ভাঁজ চওড়া করে ফের বাড়ল দৈনিক সংক্রমিতের সংখ্যা। যা এখনও পর্যন্ত রেকর্ড। তবে দৈনিক মৃত্যু রয়েছে একই। সামান্য হলেও বৃহস্পতিবার রাজ্যে কমল সুস্থতার হার।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৫৭ জন। কলকাতায় আক্রান্ত হয়েছেন ৮৭৪ জন। ঠিক তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। দক্ষিণবঙ্গের ওই জেলায় একদিনে সংক্রমিত ৮৬৪ জন। বাংলায় বর্তমানে মোট করোনা আক্রান্ত ৩ লক্ষ ৩৭ হাজার ২৮৩ জন। তবে গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃতের সংখ্যা রয়েছে একই। বুধবারের পর বৃহস্পতিবারও কোভিডের বলি হয়েছেন ৬৪ জন। বর্তমানে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩০৮ জন।
এতদিন সুস্থতার হারই সাহস জোগাচ্ছিল রাজ্যবাসীকে। তবে উৎসবের মরশুমে সামান্য হলেও কমেছে সুস্থতার হার। বর্তমানে বাংলায় সুস্থতার হার ৮৭.৪৪ শতাংশ। বুধবারের তুলনায় যা সামান্য কম। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৬০৮ জন। বর্তমানে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৯৪ হাজার ৯১১ জন। ভ্যাকসিন না আসা পর্যন্ত টেস্টিংই একমাত্র ভরসা সকলের। তাই কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারও জোর দিচ্ছে তাতে। একদিনে কোভিড টেস্ট হয়েছে ৪৪ হাজার ২৫২ জনের। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ৪১ লক্ষ ৬৬ হাজার ৪৯৫ জনের। তার মধ্যে ৮.১০ শতাংশ রোগীর রিপোর্ট পজিটিভ এসেছে।
উৎসবের মরশুমে রাজ্যের করোনা পরিস্থিতি যে আরও ভয়াবহ রূপ নেবে, তা আগেই আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। সে সব আশঙ্কার কথা মাথায় রেখে চলতি বছর মণ্ডপে দর্শনার্থী প্রবেশের ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা। বাইরে বেরলেই মাস্ক ব্যবহারের উপর দেওয়া হচ্ছে জোর। এছাড়া কোভিড বিধি মেনে স্যানিটাইজার ব্যবহারের কথাও বলা হচ্ছে। তবে তা সত্ত্বেও রাস্তাঘাটে বেপরোয়া কিছু নাগরিককে দেখা যাচ্ছে, যা উদ্বেগ বাড়াচ্ছে সকলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.