সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশ থেকে কলকাতায় আসা আরও দু’জনের শরীরে মিলল করোনা ভাইরাস। তাঁরা ঝুঁকিপূর্ণ দেশ থেকে ফেরায় লালারসের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়েছে। রবিবারও আরও দু’জন বিদেশ ফেরতের শরীরে কোভিড-১৯ (COVID-19) ভাইরাসের হদিশ মিলেছিল। সোমবার সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৪। এদিকে এই ওমিক্রন (Omicron) আতঙ্কের মাঝেই নিম্নমুখী রাজ্যের করোনা গ্রাফ। রবিবারের তুলনায় কমেছে রাজ্যের দৈনিক সংক্রমণ। কমেছে মৃত্যুও।
স্বাস্থ্যভবনের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৪১৪ জন। যাদের মধ্যে ১৪৫ জন কলকাতার বাসিন্দা। দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা। তবে রবিবার তুলনায় অনেকটাই কম এদিনের সংক্রমণ। দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় সংক্রমিতের সংখ্যা ৬২। তৃতীয় স্থানে রয়েছে হাওড়া (৩৩)। এদিন রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লক্ষ ২৭ হাজার ৪৯০ জন। রাজ্যের সংক্রমণ হার ১.২১ শতাংশ।
একদিনে মৃত্যু হয়েছে ৭ জনের। তাঁদের মধ্যে ২ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। ২ জন নদিয়ার বাসিন্দা। বাকিরা কলকাতা (১), পশ্চিম বর্ধমান (১) এবং দক্ষিণ ২৪ পরগনার (১) বাসিন্দা। এদিন রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৬৭৬ জন। ইতিমধ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৬ লক্ষ ৩৪০ জন।
করোনার সংক্রমণ স্তিমিত হয়ে এলেও নতুন করে কাঁটা হয়ে দাঁড়িয়েছে ওমিক্রন। এমন পরিস্থিতিতে বিদেশ ফেরত দুজনের শরীরে মিলল করোনা ভাইরাস। ১০ ডিসেম্বর এক মহিলা ফিরেছেন আয়ারল্যান্ডের ডাবলিন থেকে দুবাই হয়ে কলকাতায় ফিরেছেন। কলকাতা বিমানবন্দরে তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছিল। ফেরার দু’দিন পর তিনি কোভিড আক্রান্ত হয়েছেন। আরেক ব্যক্তি ফিরেছেন ব্রিটেন থেকে। তিনিও করোনা আক্রান্ত হয়েছেন। দুজনের নমুনাই জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.