স্টাফ রিপোর্টার: ইন্টারনেট পরিষেবাকে এবার রাজ্যের বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রামে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল গুগল ইন্ডিয়া৷ প্রথম পর্যায়ে পুরুলিয়ার ৪০০ গ্রামে এই অভিযান চালাবে গুগল৷ বুধবার শহরের এক অনুষ্ঠানে এসে গুগল ইন্ডিয়ার মার্কেটিং হেড স্বপ্না চড্ডা এই কথা জানান৷ প্রত্যন্ত গ্রামের মহিলাদের মধ্যে ইন্টারনেট সচেতনাতেই এই উদ্যোগ বলে জানান তিনি৷ ৪০০ গ্রামের মহিলাদের বাড়ি বাড়ি পৌঁছতে ১২০ জন ‘ইন্টারনেট সাথী’ নিয়োগ করছে গুগল৷ যারা নিজেদের গ্রাম ছাড়া বিভিন্ন গ্রামে সাইকেল চালিয়ে মোবাইল, ট্যাবলেটের মাধ্যমে ইন্টারনেট সচেতনা গড়ে তুলবে৷ যদিও এই উদ্যোগ বাস্তবায়িত করতে গেলে স্থানীয় ভাষা ও নিরক্ষরতার বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে গুগলকে৷ কারণ হিসাবে তাঁরা মনে করছেন, প্রত্যন্ত গ্রামের বেশিরভাগ মহিলাই পড়াশোনা জানেন না৷ সেই কারণে তাঁদের ইন্টারনেট সাথীকেও দু’দিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷ সংস্থার দাবি, এখনও পর্যন্ত ৯ রাজ্যের প্রায় দু’লক্ষ মহিলার মধ্যে ইন্টারনেট নিয়ে সচেতনতা গড়ে তোলা সম্ভব হয়েছে৷ অন্যদিকে গুগলের এই উদ্যোগে সহযোগী হিসাবে কাজ করছে টাটা ট্রাস্ট৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাটা ট্রাস্টের ইনোভেশন হেড গণেশ নিলাম৷ তবে এই উদ্যোগের সঙ্গে কেন্দ্র বা কেন রাজ্য সরকারকে যুক্ত করা হয়নি এই প্রসঙ্গে স্বপ্না চাড্ডা জানান, গুগল ইতিমধ্যে কেন্দ্রের ডিজিটাল ইন্ডিয়ার অংশীদার৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.