সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের পরই রাজনীতিতে আসতে চলছে বড় পরিবর্তন৷ ৪০জন তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন৷ গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন তাঁরা৷ শ্রীরামপুরের বিজেপি প্রার্থী দেবজিৎ সরকারের সমর্থনে জনসভা থেকে রাজনৈতিক সমীকরণের সম্ভাব্য বদল নিয়ে বিস্ফোরক দাবি করেন মোদি৷ কিছুক্ষণের মধ্যেই তার পালটা জবাব দিলেন ডেরেক ও’ ব্রায়েন৷ জনসভা নাকি ঘোড়া কেনাবেচা করতেই বাংলায় এসেছিলেন মোদি, টুইটে সেই প্রশ্ন তোলেন তিনি৷
লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূল এবং বিজেপি প্রার্থীদের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই৷ কে এ রাজ্য থেকে কতগুলি আসন নিজেদের ঝুলিতে ভরতে পারেন, তা নিয়ে চলছে টানাপোড়েন৷ রাজনীতির কারবারিরা যখন লোকসভা নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে চিন্তাভাবনায় মগ্ন, তখন সভা থেকে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন নরেন্দ্র মোদি স্বয়ং৷
তিনি বলেন, ‘‘২৩ মে গোটা দেশের পাশাপাশি এ রাজ্যেও বইবে গেরুয়া ঝড়৷ ইতিমধ্যেই ৪০ জন তৃণমূল বিধায়ক নিয়মিত বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে৷ লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর তাঁরা গেরুয়া শিবিরে নাম লেখাবেন৷’’
#WATCH Prime Minister Narendra Modi in Serampore, West Bengal: Didi, on 23 May when the results will come, lotus will bloom everywhere and your MLAs will leave you. Even today, didi, 40 of your MLAs are in contact with me. pic.twitter.com/XaZQ4BORwO
— ANI (@ANI) April 29, 2019
ভোটের ফল ঘোষণার পর সত্যি যদি তৃণমূল বিধায়কেরা দলবদল করেন, তাহলে যে কোনও সমীকরণ যে একেবারে বদলে যাবে,এনিয়ে নতুন করে বলার নেই৷ তাই মোদির এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা৷ আলোচনার মাঝেই মোদির দাবি নিয়ে সুর চড়ালেন ডেরেক ও’ ব্রায়েন৷ মোদিকে ‘এক্সপায়ারি বাবু’ বলে কটাক্ষ করে টুইটে তিনি লেখেন,‘‘কোনও তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন না৷ আপনি ভোটপ্রচারে নাকি ঘোড়া কেনাবেচা করতে এসেছিলেন?’’ ঘোড়া কেনাবেচার অভিযোগ তুলে তৃণমূল নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা করছে বলেও জানান ডেরেক৷
Expiry Babu PM , let’s get this straight. Nobody will go with you. Not even one councillor. Are you election campaigning or horse trading! Your expiry date is near. Today, we are complaining to the Election Commission. Charging you with horse trading #LokSabhaElection2019
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) April 29, 2019
এদিনের সভায় বক্তৃতার বেশিরভাগ অংশ জুড়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন মোদি৷ অক্ষয়ের সঙ্গে মোদির ‘অরাজনৈতিক’ সাক্ষাৎকার নিয়ে আলোচনা কম হয়নি৷ মোদিকে মিষ্টি পাঠানো সৌজন্য ছাড়া যে কিছুই নয় তা-ও জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী৷ তবে দিনকয়েক আগে জনসভার মঞ্চ থেকে মোদিকে কাঁকড় মেশানো লাড্ডু পাঠানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি৷ শ্রীরামপুরের সভা থেকে মমতার এই বক্তব্যের পালটা জবাব দিলেন মোদি৷ তিনি বলেন, ‘‘দিদি বলেছেন মাটির রসগোল্লার সঙ্গে পাথর আসবে আমার কাছে৷ আমি আপাতত তার অপেক্ষায় আছি৷ আমার কাছে ওই রসগোল্লা আসলে, বাংলা থেকে পাথর কমবে৷ বাংলার ভাল হবে৷’’
আরও একবার সভা থেকে সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলেন মোদি৷ এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করার চেষ্টা করছেন বলেও অভিযোগ তাঁর৷ বাংলার মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, এই অভিযোগেও সুর চড়ান মোদি৷ দেশের উন্নতির জন্য বিজেপিকে ভোট দেওয়ার আরজি জানিয়েছেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.