Advertisement
Advertisement
Durga Puja 2023

বিজয়ায় ‘পাগল’ কুকুরের তাণ্ডব! তারকেশ্বর আক্রান্ত কমপক্ষে ৪০ জন

ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

40 people allegedly attacked by a dog in Hooghly | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 25, 2023 9:01 am
  • Updated:October 25, 2023 9:01 am  

সুমন করাতি, হুগলি: বিজয়ায় (Durga Puja 2023) বিকেলে পাগল কুকুরের তাণ্ডব। হুগলির (Hooghly) তারকেশ্বর পুরসভা এলাকায় আক্রান্ত কমপক্ষে ৪০ জন। হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

দশমীর বিকেলে স্বাভাবিকভাবেই সর্বত্রই লোকজন ছিল চোখের পড়ার মতো। কোথাও প্রতিমা দর্শনের ভিড়। কোথাও আবার বিসর্জনের। একই ছবি দেখা গিয়েছে হুগলির তারকেশ্বরেও। এরই মাঝে সন্ধেবেলা বালিগড়ি ১ ও ২ নম্বর গ্রামপঞ্চায়েত এলাকায় আচমকা এলাকাবাসীর উপর চড়াও হয় একটি পাগল কুকুর। কমপক্ষে ৪০ জনকে আক্রমণ করে বলে অভিযোগ। রেহাই পায়নি শিশু, মহিলা ও বয়স্করাও। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Advertisement

[আরও পড়ুন: মাথায় রক্ত সঞ্চালনা বন্ধ ৪ মিনিটে বিরল অস্ত্রোপচার, রোগীর প্রাণ বাঁচিয়ে নজির বেসরকারি হাসপাতালে]

তড়িঘড়ি আক্রান্তদের প্রথমে নিয়ে যাওয়া হয় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা ছুটিতে ছিলেন। পরিস্থিতি গুরুতর হওয়ায় তাঁদের তড়িঘড়ি হাসপাতালে আনা হয়। শুরু হয় চিকিৎসকরা। বর্তমানে আক্রান্তরা তারকেশ্বর গ্রামীন হাসপাতাল, আরামবাগ মহকুমা হাসপাতাল ও কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

[আরও পড়ুন: প্রতিমা নিরঞ্জনে বাড়তি সতর্কতা, দশমীতে ঘাটে ঘাটে নজরদারি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement