অতুলচন্দ্র নাগ, ডোমকল: নদী পারাপারের সময় বাঁশের মাচা ভেঙে হুড়মুড়িয়ে নদীতে পড়ল একটি পিকআপ ভ্যান। দুর্ঘটনায় চালক গাড়ির তলায় পড়লেও স্থানীয় মানুষদের প্রচেষ্টায় প্রাণে বেঁচে গিয়েছেন। তবে আঘাত গুরুতর হওয়ায় তাঁকে হরিহরপাড়া ব্লক হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল- হরিহরপাড়ার ফতেপুর- স্বরূপপুর ভৈরব নদের ঘাটে। খবর পেয়ে ডোমকল ও হরিহরপাড়ার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য পারাপারের বিঘ্ন ঘটেছিল
জানা গিয়েছে, নদীর জল কমে যাওয়ায় ছোট গাড়ি, মোটর বাইক ও হেঁটে পারাপারের জন্য নদীর উপর বাঁশের মাঁচা করা হয়েছে। ওই ঘাটের মাঝি কৌশিক মাঝি জানান, “ভারি গাড়ি পারাপারের জন্য নৌকার ব্যবস্থা করা আছে। কিন্তু ওই গাড়ির চালক আমাদের কিছু না জানিয়ে প্রায় দেড় টন মাছের খাবার সহ মাচার উপর দিয়ে চালিয়ে দেয়। ফলে বেশি ভারের চাপে মাচা ভেঙে নদীতে পড়ে যায়।”
স্থানীয়রা জানান, “সপ্তাহে দুদিন ওই পিকআপ ভ্যানটি ওই মাচার উপর দিয়ে যাতায়াত করে। সেই অভ্যাসবশেই আজও ওই মাচা দিয়ে যাচ্ছিল। কিন্তু গাড়ির গতি ও লোড বেশি থাকায় পড়ে গিয়েছে।” অনেকেই আবার প্রশ্ন তুলেছেন মাঝিদের গাফিলতি নিয়ে । তারা জানান, “তড়িঘড়ি করে বাঁশের মাচা করতে গিয়ে ঠিকঠাক বাঁশ ব্যবহার না করাতেই ওই ঘটনা ঘটেছে।” ঘটনার পর এলাকায় পৌছে দুই থানার পুলিশ পড়ে যাওয়া গাড়িটিকে তোলার ব্যবস্থা করছে।
এদিকে ওই মাচা ভেঙে পড়ায় ফের স্বরূপপুর-ফতেপুর ঘাটে কংক্রিটের সেতু নির্মাণের দাবি উঠেছে। অনেকেই জানান, বছর দেড়েক আগে শোনা গিয়েছিল এখানে সেতু নির্মাণ হবে। কিন্তু তার পর আর কোনও খবর নেই। ওই প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলা পরিষদের এক সদস্য তথা ডোমকল ব্লকের তৃণমূল সদস্য হাজিকুল ইসলাম জানান, “ওইখানে সেতু নির্মাণের বিষয়টি অনেকটাই অগ্রসর হয়েছে শুনেছিলাম। বিষয়টি ঠিক কী অবস্থায় আবার খবর নেওয়া হবে।” তিনি আরও জানান “ওখানে সেতু হবেই। সেটা পৃথক ঘটনা। কিন্তু তাই বলে দুর্বল বাঁশের মাচা দিয়ে ভারি গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটবে সেটা মানা যায় না। ঘাটের মাঝিদের আরও সজাগ থাকতে হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.