রাজকুমার, আলিপুরদুয়ার: আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে দুষ্কৃতীর ছুরির আঘাতে গুরুতর জখম হলেন বিহারের চার বাসিন্দা৷ ঘটনাটি ঘটেছে ভারত-ভুটান সীমান্ত লাগোয়া জয়গাঁও এলাকার এমজি রোডে৷ এই ঘটনায় থিম্পুর বাসিন্দা এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে জয়গাঁও থানার পুলিশ৷ ধৃতের নাম সোনাম ওয়াংচুক৷ শুক্রবার অভিযুক্তকে তোলা হয়েছে আলিপুরদুয়ার আদালতে৷
[স্কুলের দেওয়াল ভেঙে মিড-ডে মিলের চাল খেয়ে গেল হাতি]
জানা গিয়েছে, আহতদের বাড়ি বিহারের চাকিয়া থানার অন্তর্গত মোতিহারি এলাকায়৷ বিয়ের নিমন্ত্রণ রক্ষার্থে জয়গাঁওয়ে এক নিকট আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন তাঁরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যক্তিগত কাজে তাঁরা বেরিয়ছিলেন৷ ঠিক সেই সময়, ওই রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছিল অভিযুক্ত থিম্পুর বাসিন্দা সোনাম ওয়াংচুক৷ অভিযোগ, বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিল সে এবং একজনকে ধাক্কাও দেয়৷ ঘটনার প্রতিবাদ করেন ব্যোমশংকর জয়সওয়াল ,দীনেশ মাহালি, জয়শংকর প্রসাদ ও রাজেশ প্রসাদ নামে বিহারের চার বাসিন্দা৷ স্থানীয় সূত্রে খবর, এরপরই দু’পক্ষের মধ্যে চরম বচসা শুরু হয় এবং একসময় নিজের কাছে রাখা ছুরি দিয়ে প্রতিবাদীদের এলোপাথাড়ি আঘাত করতে থাকে অভিযুক্ত সোনাম৷ এরপর সেখান থেকে পালানোর চেষ্টা করে সে৷ কিন্তু স্থানীয়দের তৎপরতায় আর শেষরক্ষা হয়নি৷ তাকে ধরে ফেলেন এলাকাবাসী৷
[খেলতে গিয়ে বোমা ফেটে জখম তিন বালক, এলাকায় ব্যাপক চাঞ্চল্য]
স্থানীয়রাই অভিযুক্তকে তুলে দেন পুলিশের হাতে এবং গুরুতর জখম অবস্থায় বিহারের চার বাসিন্দাকে ভরতি করেন স্থানীয় হাসপাতালে৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর শুক্রবার তাঁদের স্থানান্তরিত করা হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে৷ সেখানেই এখনও চিকিৎসাধীন রয়েছেন তাঁরা৷ এদিনই অভিযুক্তকে আলিপুরদুয়ার আদালতে তোলে পুলিশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.