Advertisement
Advertisement

অন্ডালে পথ দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনের মৃত্যু, আহত ১

মর্মান্তিক!

4 of family killed in accident near Andal in Bardhaman
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 29, 2017 4:21 am
  • Updated:April 29, 2017 4:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চার জনের৷ আহত আরও একজন ব্যক্তি৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি৷ শুক্রবার রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমানের অন্ডালে ২ নম্বর জাতীয় সড়কে৷

[ফের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে চিনকে অসম্মান করেছে উত্তর কোরিয়া: ট্রাম্প]

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতের নাম জীবন মুখোপাধ্যায়৷ মৃত্যু হয়েছে তাঁর মা ভক্তি মুখোপাধ্যায়, স্ত্রী কণিকা, ছেলে সৌরেন এবং ভাই মিলনের৷ জানা গিয়েছে, পরিবার সহ বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন জীবনবাবু৷ রাত করেই পুরুলিয়া থেকে ফিরছিলেন দুর্গাপুরের এ জোনের বাড়িতে৷ গাড়ি চালাচ্ছিলেন তাঁর ভাই মিলন৷ রাত ১২টা নাগাদ অন্ডালের টপলাইন সেতুর কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে লোহার রডবোঝাই ট্রেলারের পিছনে ধাক্কা মারে গাড়িটি৷ ঠিক সে সময়ই গাড়িটিকে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি লরি৷

[শহিদ জওয়ানদের পরিবারকে দত্তক নেবেন আইএএস আধিকারিকরা]

ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের৷ জীবনবাবুকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ তাঁর শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ ঘটনার পর থেকেই পলাতক ট্রেলার ও লরির চালক৷ দু’জনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷

[পাকিস্তানে নয়, ভারতে থাকার কাতর আর্তি ISI এজেন্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement