Advertisement
Advertisement

Breaking News

Murshidabad

গ্যাস সিলিন্ডার লিক করে দাউদাউ আগুন! গুরুতর জখম শাহজাহান-সহ ৪

অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে মুর্শিদাবাদে।

4 injured after massive fire broke out in Murshidabad | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:March 2, 2024 9:17 am
  • Updated:March 2, 2024 9:17 am  

শাহাজাদ হোসেন, ফরাক্কা: চায়ের দোকানে বসে গল্প করছিলেন কাউন্সিলর। আচমকা গ্যাস সিলিন্ডার থেকে অগ্নি সংযোগ। বিস্ফোরণে গুরুতর জখম হলেন তৃণমূল কাউন্সিলর-সহ মোট চারজন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার শিবমন্দির সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ধুলিয়ান শিব মন্দির এলাকায় রাস্তার ধারে একটি চায়ের দোকানে বসে কয়েকজন ব্যক্তির সঙ্গে চা খাচ্ছিলেন কাউন্সিলর শাহজাহান মহালদার। সেই সময় চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে। আচমকা আগুন ধরে যায় দোকানে। দ্রুত ছড়াতে থাকে আগুন। এই ঘটনায় প্রমোদ যাদব, রাকিব হোসেন, শাহজাহান মহালদার এবং মহম্মদ নুর ইসলাম নামে চারজন ব্যক্তি গুরুতর জখম হন। আহতদের মধ্যে শাহজাহান মহালদার ধুলিয়ান পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।

Advertisement

[আরও পড়ুন: আজ কৃষ্ণনগরে জনসভা মোদির, CAA নিয়ে অবস্থান কী? জানতে চান মতুয়ারা]

স্থানীয় বাসিন্দাদের অনুমান, গ্যাসের পাইপে লিক থাকায় কোনওভাবে আগুন লেগে যায়। এবং দ্রুত ছড়িয়ে পড়ে। আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে মনে করা হচ্ছে। ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম জানান, “কীভাবে আগুন লাগলো তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। কাউন্সিলর শাহজাহান মহালদারের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।”

[আরও পডুন: কীভাবে ইডির উপর হামলা? সিআইডি জেরায় শাহজাহানের উত্তর, ‘বারবার বলব না’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement