Advertisement
Advertisement
ভোট নিরাপত্তা

জঙ্গলমহলের ভোটে মাওবাদী প্রভাবিত এলাকায় কড়া নজর কমিশনের

ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়া ও মেদিনীপুর সীমানায় নজরদারিতে বিএসএফ-এর কপ্টার৷

4 districts of junglemahal in Bengal are within strong security belt
Published by: Sucheta Sengupta
  • Posted:May 11, 2019 2:41 pm
  • Updated:May 11, 2019 3:59 pm  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: মাওবাদী আতঙ্কের দিন শেষ। নেই ভোট বয়কটের জন্য তাদের হুমকিও। তবুও জঙ্গলমহলের ভোটে যেন যুদ্ধের আবহ৷ রাজ্যের জঙ্গলমহলের চার জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও মেদিনীপুরে রবিবার ভোট। তার আগে শনিবার সকাল থেকে জঙ্গলমহলের আকাশপথে চক্কর কাটছে বিএসএফ–র হেলিকপ্টার৷ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা যে কপ্টারটি ভোটে নজরদারি চালানোর জন্য নির্বাচন কমিশন কাজে লাগিয়েছে, রবিবার ভোটের দিন চার জেলায় আকাশপথে ঘুরবে সেটি৷ সেখান থেকে দূরবীণের মাধ্যমে ভোট পরিস্থিতির দিকে নজর রাখবেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। সমতলে থাকছে ল্যান্ডমাইন প্রতিরোধক গাড়ি। চার জেলার ভোটগ্রহণ পর্বে নিরাপত্তার জন্য মোতায়েন চারশো কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী৷ হাতে-হাতে থাকছে মেটাল ডিটেক্টর, স্যাটেলাইট ফোন,ডগ স্কোয়াডও।

[আরও পড়ুন: শান্তনু ঠাকুরের বাড়ির পাশ থেকে উদ্ধার বোমা, চাঞ্চল্য বনগাঁয়]

পুরুলিয়া ও ঝাড়গ্রাম লাগোয়া ঝাড়খণ্ড এবং ওড়িশার প্রায় ৫০০ কিলোমিটারেরও বেশি সীমানা শুক্রবারই সিল করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশে। চার জেলাতেই থাকছে নাকা পয়েন্ট, সিসিটিভি, ভিডিওগ্রাফি, কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক-সহ কুইক রেসপন্স টিম৷ ভোটগ্রহণ কেন্দ্রগুলি থেকে লাইভ ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকছে৷ জঙ্গলমহলের ভোট ঘিরে আকাশ ও সড়কপথে নির্বাচন কমিশনের এমন নজরদারি দেখে ঝাড়খণ্ড-ওড়িশা সীমানা লাগোয়া বঙ্গভূমে যেন উঠে আসছে যুদ্ধের ছবি৷

Advertisement

[আরও পড়ুন: ভোটারদের মন পেতে গানই ভরসা, পুরুলিয়ায় যুযুধান শাসক-বিরোধী দুই শিবির]

ভোটের আগের দিন, শনিবার বেলা বারোটা নাগাদ আকাশপথে পুরুলিয়ার মাটিতে পা রেখেছেন নির্বাচন উপলক্ষে রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। তিনি পুরুলিয়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। তাঁদের নানা অভাব–অভিযোগের কথা শোনেন। বৈঠকের পর তিনি জানিয়েছেন, ‘জঙ্গলমহলে একেবারে সুষ্ঠুভাবে নির্বাচন হবে। সকলেই নির্ভয়ে বুথে গিয়ে ভোট দিন।’bibek-dube

 

জঙ্গলমহলের চার জেলায় মাওবাদী কার্যকলাপ অতীত হলেও অন্দরের খবর, পুরুলিয়ার বান্দোয়ান ও ঝাড়গ্রামের বেলপাহাড়ির কাছে ঝাড়খণ্ড সীমানায় তারা যথেষ্টই সক্রিয়৷ ভোটের আগেই তা নিয়ে রিপোর্ট দিয়েছিলেন গোয়েন্দারা। গত মার্চে পুরুলিয়ার বরাবাজারের বেড়াদার পাশে ঝাড়খণ্ড পুলিশকে হুমকি দিয়ে পড়েছিল মাওবাদীরা পোস্টার৷ রবিবার জামশেদপুর কেন্দ্র অর্থাৎ পূর্ব সিংভূম জেলাতেও ভোট৷ ওই দিন কমিশনের চোখ যখন বুথে–বুথে থাকবে, তখন পুরুলিয়া জেলা পুলিশ জঙ্গলমহল-সহ ঝাড়খণ্ড সীমানা এলাকায় টানা ২৪ ঘণ্টা ব্যস্ত থাকবে মাওবাদী দমন অভিযানে৷ অভিযানের নীল নকশা তৈরি হয়ে গিয়েছে শুক্রবারই৷ আসলে জঙ্গলমহলে লোকসভা ভোটে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না পুলিশ প্রশাসন। তাই জঙ্গলমহলের স্পর্শকাতর  এলাকাকে পুরোপুরি নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলেছে নির্বাচন কমিশন

ছবি: সুনীতা সিং৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement