রঞ্জন মহাপাত্র, কাঁথি: দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। বাস ও চারচাকার মুখোমুখি সংঘর্ষে মৃত ৪। বৃহস্পতিবার সকালে সাড়ে সাতটা নাগাদ কাঁথির দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে মারিশদা থানার অন্তর্গত দইসাই স্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাসটিও।
জানা গিয়েছে, চারচাকাটি কাঁথি থেকে মারিশদার দিকে আসছিল। গন্তব্য় ছিল দিঘা। উলটো দিক থেকে হাওড়ার দিকে রওনা দিয়েছিল বাসটি। দইসাই স্ট্যান্ডের কাছে মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও চারচাকাটির। দুমড় মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চারজনের। সকলেই নদিয়ার বাসিন্দা বলে খবর। তবে গাড়িটির অবস্থা এতটাই শোচনীয় যে গাড়ি থেকে দেহগুলি উদ্ধার করা যায়নি। প্রশাসন এসে উদ্ধার কাজ শুরু করেছে। জাতীয় সড়কে ব্যাহত যান চলাচল।
জানা গিয়েছে, চারচাকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটোদিক থেকে আসা বাসটিতে ধাক্কা মারে। গাড়িটির চালক মদ্যপ ছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মাস ছয়েক আগেও কাঁথিতে এধরনের দুর্ঘটনা ঘটেছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.