Advertisement
Advertisement

Breaking News

Uttar Dinajpur

খেলতে গিয়ে নিকাশি নালায় পড়ে বিপত্তি, মাটি ধসে মৃত্যু ৪ শিশুর

এলাকায় শোকের ছায়া।

4 children died in Uttar Dinajpur after landslide | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:February 12, 2024 3:33 pm
  • Updated:February 12, 2024 3:37 pm  

শংকরকুমার রায়, রায়গঞ্জ: খেলতে-খেলতে মাটি চাপা পড়ে ৪ শিশুর মৃত্যু। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার উত্তর দিনাজপুরের চোপড়ার চাত্রাগজ এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা শিশুদের মাটি তলা থেকে উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা চারশিশুকে মৃতবলে ঘোষণা করে।

চোপড়া থানার চেতনাগছ গ্রামে ভারত-বাংলাদেশ সীমান্তে ছোট নিকাশি নালা ছিল। সেই নিকাশিনালা বড় করার জন্য জেসিবি দিয়ে মাটি তোলা হচ্ছিল। বিএসএফের অধীনে নো ম্যান ল্যান্ডে কেন্দ্রের সিপিডব্লিউডি রাস্তার পাশে মাটি তুলছিল। নতুন করে নালা তৈরির কাজ চলছিল। এলাকার সেই কাজ দেখতে গিয়েছিল বাসিন্দারা। ওই সময় ৬-১৪ বছরের বাচ্চারা খেলছিল সেখানে। খেলার ছলে দৌড়তে-দৌড়তে নিচে পড়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: দশরথের চরিত্রে অমিতাভ, কৈকেয়ী কে? রণবীরের বিগ বাজেট ‘রামায়ণ’-এর মেগা চমক!]

আচমকা সেই গভীর নালার মাটি ধসে যায়। মাটির তলায় চাপা পড়ে যায় পর পর চার শিশু। স্থানীয় মানুষজন শিশুদের উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের নিয়ে মৃত বলে ঘোষণা করা হয়। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ সেখানে ভিড় জমান। এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিএসএফ জওয়ানরা পৌঁছেছে।

[আরও পড়ুন: ভক্তকে মার! কাড়লেন ফোনও, শো চলাকালীন মঞ্চে ‘ব্যাড বয়’ উদিতপুত্র আদিত্য, দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement