Advertisement
Advertisement

সীমান্তের কাঁটাতার পেরিয়ে শিলিগুড়িতে হাজির চার বাংলাদেশি যুবক!

প্রশ্নের মুখে বিএসএফের নজরদারি।

4 Bangladeshis arrested in Phansidewa
Published by: Tanumoy Ghosal
  • Posted:November 28, 2018 7:16 pm
  • Updated:November 28, 2018 7:16 pm

শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: সীমান্তের কাঁটাতার পেরিয়ে শহরে হাজির চার বাংলাদেশি যুবক! চাঞ্চল্য শিলিগুড়ি লাগোয়া ফাঁসিদেওয়ায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দু’জনকে ধরে ফেলেছে পুলিশ। বাকি দু’জন পলাতক। প্রশ্নের মুখে বিএসএফের নজরদারি। তদন্তে নেমেছে দার্জিলিং জেলা পুলিশ।

[ দরজা ভেঙে ঘরে ঢুকে ৩ সন্তানের মাকে বিয়ে প্রেমিকের]

Advertisement

উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জু়ড়ে বাংলাদেশ সীমান্ত। শিলিগুড়ি লাগোয়া ফাঁসিদেওয়া শহর থেকে সীমান্তের দুরত্ব অনেকটাই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকালে শহরে ইতিউতি ঘুরে বেড়াচ্ছিল চারজন যুবক। টহল দেওয়ার সময়ে ঘটনাটি নজরে পড়ে ফাঁসিদেওয়া থানার পুলিশকর্মীদের। পুলিশের গাড়ি দেখামাত্রই পালানোর চেষ্টা করে ওই চারজন। শেষপর্যন্ত দু’জনকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এখনও পর্যন্ত বাকি দু’জনের খোঁজ পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ওই দুই যুবকের নাম মহম্মদ রফিক ও মহম্মদ মিঠুন। তারা বাংলাদেশের পঞ্চগড় এলাকার বাসিন্দা।

কিন্তু, সীমান্তের কাঁটাতার পেরিয়ে কীভাবে ওই চারজন বাংলাদেশি যুবক ফাঁসিদেওয়া শহর পর্যন্ত চলে এল? বিএসএফের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বস্তুত মঙ্গলবার বিকেলে ফাঁসিদেওয়া থেকে বাইকে চেপে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছে গিয়েছিল তিন যুবক। তাদের আটক করে সীমান্তের ওপারে পঞ্চগড় থানার পুলিশের হাতে তুলে দেয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। আর এবার সীমান্ত পেরিয়ে ফাঁসিদেওয়া শহরে ঢুকে পড়ল চারজন বাংলাদেশি যুবক। ঘটনার তদন্তে নেমেছে দার্জিলিং জেলা পুলিশ। তদন্তের আশ্বাস দিয়েছে বিএসএফও।  উত্তরবঙ্গই হোক কিংবা দক্ষিণবঙ্গ, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের ঘটনা নতুন নয়। কিন্তু, ফাঁসিদেওয়া শহরে বাংলাদেশিদের অনুপ্রবেশের ঘটনা আগে ঘটেনি বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

[ অধ্যাপকদের ‘লুঙ্গি ডান্স’ বিতর্ক মেটাতে অবশেষে পদক্ষেপ বিশ্বভারতীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement